বাংলাদেশ বিমান বাহিনী এডমিট কার্ড ডাউনলোড ২০২৩

বাংলাদেশ বিমান বাহিনী বা বিমানসহ সেনা সচরাচর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। সম্প্রতি তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যার আবেদন কার্যক্রম চলেছিল ১০ ই আগস্ট ২০২১ থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত। কিছুদিন আগে আবেদন কার্যক্রম শেষ হওয়া এই নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড কিভাবে করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই বাংলাদেশ বিমানবাহিনী কি এবং এর কাজ কি।

বাংলাদেশ বিমান বাহিনীর পরিচয়

বাংলাদেশ বিমান বাহিনীর সংক্ষিপ্ত নাম BAF (Bangladesh air force) বাংলাদেশ সেনাবাহিনী দের বিমান সহায়তা দেয় বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীকে বিমান পরিবহন ও শক্তি যোগান এর ক্ষেত্রে বিমান বাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ বিমান বাহিনী বড় কিছু অপারেশনে অংশগ্রহণ করেছে যেমন-operation desert storm,gulf war,Chittagong hill tracks operations

পাকিস্তানি বাহিনীর ৩০০ জন কর্মী নিয়ে হাজার ১৯৭১ সালে বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধ জয়ের পর বাংলাদেশ বিমান বাহিনী আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বাংলাদেশ বিমান বাহিনী সম্বন্ধে আরও বিশদ জানতে ভিজিট করুন বাংলাদেশ বিমান বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

http://www.joinbangladeshairforce.mil.bd

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

অনলাইন পদ্ধতিতে আবেদনের জন্য আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনের যেকোন একটির ব্রাউজার ওপেন করে সরাসরি বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব ওয়েবসাইট http://www.joinbangladeshairforce.mil.bd  গিয়ে apply now তে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইনে টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে ২০০টাকা পরীক্ষার ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত নাম্বারে একটি User ID এবং password প্রেরণ করা হবে এবং সেই user ID এবং password ব্যবহার করে নিম্নলিখিত উপায় এ আবেদনপত্র পূরণ করতে হবে।

এবং পূরণকৃত আবেদন পত্রটি প্রিন্ট করে আনুষঙ্গিক সকল কাগজপত্র সহ বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকা১২১৫ তে প্রেরণ করতে হবে।

১২ই সেপ্টেম্বর ২০২১ থেকে পর্যায়ক্রমে পরীক্ষার তারিখঃ প্রকাশ করা হলে তখন তাদের নির্দেশনা অনুযায়ী আপনার পূর্বের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিম্নোক্ত উপায়ে আপনার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করে নিন।

বিমান সেনা নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

. আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন।

. ব্রাউজারের সার্চ বক্সে  http://www.joinbangladeshairforce.mil.bd টাইপ করুন।

. স্ক্রিনের উপরে একটি পেজ আসবে যেটাতে user ID এবং password দিতে বলবে। আপনার সংরক্ষিত user ID এবং password টি দিন।

. আপনার প্রবেশপত্র টি স্কিনে show করবে। এবং সেখান download admit card এর একটি লিংক থাকবে।

. লিংকের উপর ক্লিক করুন তাহলে আপনার এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।

. এডমিট কার্ড টি প্রিন্ট করুন এবং পরবর্তী সময়ের জন্য সংরক্ষণ করুন।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বিমান সেনা নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

বিমান বাহিনী নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড

এছাড়াও যেকোনো সরকারিবেসরকারি এবং স্বায়ত্তশাসিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সহ যে কোন প্রকার তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। পরবর্তী যেকোন প্রয়োজনের জন্য আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন।

করোনা পরিস্থিতি আমাদের দেশে এক ভয়াবহ বিপর্যয় নামিয়ে এনেছে। এই করো না পরিস্থিতির সবচেয়ে বাজে শিকার হয়েছে এই দেশের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের বা নিম্ন শ্রেণীর মানুষ গুলো। এই করোনা মোকাবিলায় সরকার ও সরকারি সমস্ত কার্যক্রমের সাথে আমরা সবাই একাত্মতা প্রকাশ না করলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন তর হয়ে যাবে। তাই সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আর জরুরী প্রয়োজনে বাহিরে গেলে অবশ্যই মাস্ক পড়ুন, সামাজিক দূরত্ব মেনে চলুন এবং অন্যকে মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব মেনে চলতে উৎসাহিত করুন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

Scroll to Top