বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরীক্ষার তারিখ ২০২৩

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান। দেশের সকল ধরনের পরিসংখ্যান সংগ্রহ করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দায়িত্ব ও কর্তব্য। জনমিতি, অর্থনীতি ও অন্যান্য সকল ঘটনা পরিসংখ্যান সংগ্রহ করে সরকারি বিভাগকে তথ্য প্রদান করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের সকল প্রকার জরিপ কাজ চালায় এবং তথ্য প্রদান করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক নির্ধারিত সময় পরপর জনশুমারি ও গৃহগণনা, কৃষি শুমারি, জলবায়ু জরিপ, অর্থনৈতিক শুমারি, খানা শুমারি সম্পন্ন করা হয়।

পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রতি ১০ বছরে একবার করে আদমশুমারি সংঘটিত হয়। আদমশুমারির মাধ্যমে আমরা প্রতি ১০ বছর অন্তর বাংলাদেশের মোট জনসংখ্যা ও জনসংখ্যা বিষয়ক সকল প্রয়োজনীয় তথ্য জানতে পারি। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর অধীনে Upazila ICT training and resources centre for education  একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ মোট পাঁচটি পদে সর্ব মোট ৪৭ জন প্রার্থী নিয়োগ এর কথা উল্লেখ করা হয়েছিল।

উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসকল আগ্রহী প্রার্থীগণ আবেদন করেছিলেন তাদের জানানো যাচ্ছে যে, সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আজ আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২৩ এর নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য সকল তথ্য নিয়ে আলোচনা করব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এবং ব্যুরো বিষয়ক যে কোন তথ্য বিস্তারিত জানতে ভিজিট করুন www.bbs.gov.bd য়েবসাইটে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা ২০২৩ এর সময়সূচী

অনলাইনে নির্ধারিত নির্দেশনা মেনে আবেদনপত্র পূরণ করার সময় খুব যত্নসহকারে তথ্যগুলো প্রদান করতে হবে। যেহেতু শুধুমাত্র আবেদনপত্রটি প্রার্থীর পরবর্তী সকল পরিচয় বহন করবে তাই সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কিনা সেটা পুনরায় দেখে নেয়া করতে প্রার্থীর দায়িত্ব ও কর্তব্য। কেননা আবেদনপত্র কোন প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে আবেদনপত্রটি তাৎক্ষণিক বাতিল বলে গণ্য করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা জাল তথ্য প্রদান করা যাবে না। কোন প্রার্থী মিথ্যা ব জাল তথ্য প্রদান করলে তার পূর্ণাঙ্গ নিয়োগ এর পরও তাকে বরখাস্ত করা হবে এবং তার ওপরে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ ২০২১ এ সরকার প্রদত্ত কোটা নীতিমালা ও অন্যান্য সকল নীতিমালা মেনে চলা হবে। কর্তৃপক্ষ যেকোনো সময় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির যেকোনো রকম পরিবর্তন করার অধিকার রাখে। কর্তৃপক্ষ প্রয়োজনে নির্ধারিত পদসংখ্যার হ্রাস বৃদ্ধি করতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রদানকৃত কিছু নির্দেশনা প্রতিটি প্রার্থীকেই মেনে চলতে হবে। নির্দেশনাগুলো হলো

. সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে আসতে হবে।

.  কেন্দ্রের ভিতরে সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রত্যেকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।

. কেন্দ্রের ভিতর প্রার্থী কোন প্রকার ব্যাগ এবং ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না।

. পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।

পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা ২০২১ এর তারিখ

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো প্রায়শই বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তাদের পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ পরীক্ষার তারিখ পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশ রেলওয়ে সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময় শেষ হবার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করে থাকে। যেহেতু উল্লিখিত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে ১৮ ই ফেব্রুয়ারি ২০২১ তারিখে এবং আবেদনের শেষ তারিখ ছিল ১০ই মার্চ ২০২১।

তাই আশা করা যায় আগামি জুন মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনপত্রে প্রদানকৃত প্রার্থীর মোবাইল নম্বরে পরীক্ষার তারিখ ও স্থান এবং প্রবেশপত্র ডাউনলোড বিষয়ক সকল তথ্য সমূহ এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে। মনে রাখতে হবে যে শুধুমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত সকল প্রার্থীকে এসএমএসের মাধ্যমে উক্ত তথ্য জানানো হবে। প্রাথমিক বাছাইয়ে বাদপড়া কোন পরীক্ষার্থীকে এসএমএস পাঠানো হবে না। এবং বাছাইকৃত পরীক্ষার্থী রাই কেবল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পরিসংখ্যান ব্যুরো এডমিট কার্ড ডাউনলোড ২০২১

Scroll to Top