মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের সমস্ত জেলা এবং সমস্ত এলাকার মাদ্রাসাসমূহের শিক্ষা নিয়ন্ত্রণ করে থাকে। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যে নিয়োগ বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ চারটি ভিন্ন পদে সর্বমোট ৯ জন প্রার্থী নিয়োগের কথা উল্লেখ করছিল। কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে প্রার্থী নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল।
অফিস সহায়ক পদে ৩ জন এবং বাকি পদগুলোতে ২জন করে প্রার্থী নিয়োগ দেয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছিল। সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। তাদের কর্তৃপক্ষের দ্বারা বাছাইকৃত সকল প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে জানিয়েছে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট লোক নিয়োগ পরীক্ষার সময়সূচী এবং প্রবেশপত্র ডাউনলোড এর সকল তথ্য সম্বন্ধে জানানো হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২০২৩
অনলাইনে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি প্রদান করা হলে প্রার্থীর মোবাইল নম্বরে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হয়। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর প্রবেশপত্র ডাউনলোড করা হয়। নিচের ধাপ অনুসারে পরীক্ষার্থীর এডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
১. যে ডিভাইসের মাধ্যমে এডমিট কার্ড ডাউনলোড করা হবে সর্বপ্রথম তার ইন্টারনেট কানেকশন টা অন করতে হবে।
২. ডিভাইসের একটি ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে www.tmed.gov.bd টাইপ করে ডানপাশের Go অপশনে ক্লিক করুন।
৩. পরবর্তী পেজে নির্ধারিত স্থানে প্রার্থীর সংরক্ষিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে Go অপশনে ক্লিক করুন।
৪. পেজটি লোড হওয়ার পরে পরবর্তী পেজে প্রার্থীর নাম, ছবি, স্বাক্ষর, পরীক্ষার তারিখ, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত এডমিট কার্ড দেখা যাবে।
৫. Download Now অপশন এ ক্লিক করে প্রবেশপত্র টি তখনই ডাউনলোড করে নিন।
৬. পরবর্তী প্রয়োজনের জন্য প্রিন্ট করে প্রবেশপত্র টি সংরক্ষন করুন।
৭. সম্ভব হলে প্রবেশ পত্র টি অবশ্যই রঙিন প্রিন্ট করবেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ২০২৩
এসএমএসে উল্লিখিত নির্দিষ্ট সময়সীমার পরে কোন প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেনা। এবং প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার দিন প্রবেশপত্র কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। তাই এসএমএস আসার পরে বিলম্ব না করে নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করে নিন।
কোন সরকারি বেসরকারি আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি রত প্রার্থীগণকে অবশ্যই নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পত্র পূরণ করতে হবে। এবার প্রার্থী চূড়ান্ত নিয়োগের জন্য মনোনীত হলেন নিয়োগের দিন তার পূর্ববর্তী প্রতিষ্ঠান অব্যাহতি পত্র কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র
লিখিত পরীক্ষার দিনে সকল প্রার্থীকে মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক নির্দেশিত কিছু নির্দেশনা মেনে চলতে হবে। উক্ত নির্দেশনাগুলো অমান্য করলে প্রার্থীর ওপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সে নির্দেশনাগুলো হলো-
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে সকল পরীক্ষার্থী কেন্দ্র উপস্থিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে কোন প্রার্থী কোন ধরনের ব্যাগ বা ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার প্রয়োজনীয় সকল বস্তু প্রার্থীর সাথে করে নিয়ে আসতে হবে। শুধুমাত্র পরীক্ষার্থী ছাড়া কোনো অভিভাবক কেন্দ্রের ভিতর প্রবেশ করতে পারবে না।
কোন প্রার্থীর আবেদন পত্রে এবং প্রদর্শিত মূল কপি তে কোন গরমিল পাওয়া গেলে বা তথ্য জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে উক্ত প্রার্থীর ওপর আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ২০২১