বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ পরিক্ষার তারিখ ২০২১

বাংলা দেশের সর্বস্তরের জনগণের কাছে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গঠিত হয়। ঢাকার গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংসদ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী ১৯৯২ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস এবং আউটার ক্যাম্পাস দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে। সম্প্রতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কিছু শূন্যপদ পূরণের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন কার্যক্রম চলমান ছিল ৮ই এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ১৮ টি পদে ২৩ জন প্রার্থী নিয়োগের কথা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ উল্লেখ করছিল।
উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি বিপরীতে আবেদনকৃত সকল প্রার্থীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর বিপরীতে নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। আমাদের আজকের আলোচনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা ২০২১ এর সময়সূচি ও অন্যান্য সকল তথ্য নিয়ে আলোচনা করব।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২১
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর বিপরীতে আবেদন করার জন্য সকল প্রার্থীগণকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্র পূরণ করতে হবে। আগ্রহী সকল প্রার্থী গণ www.bou.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে সম্পূর্ণ সঠিক তথ্য প্রদান করে আবেদন পত্র পূরণ করতে পারবেন।
আবেদন পত্রের নির্ধারিত স্থানে প্রার্থীর সদ্য তোলা ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদনপত্র পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মাধ্যমে নিয়োগ পরীক্ষার সার্ভিস চার্জ প্রদান করতে হবে। মনে রাখতে হবে যে সার্ভিস চার্জ প্রদান ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারী সকল প্রার্থীগণের মধ্য থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিকভাবে কিছু প্রার্থী বাছাই করবেন। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীরাই শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার তারিখ ২০২১
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সারাদেশ জুড়ে অসংখ্য শিক্ষার্থী গণ কে দূরশিক্ষণ শিক্ষার মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী তাদের বিভিন্ন শূন্য পদে প্রার্থী নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তাদের পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার তারিখ থেকে দেখা যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ৯০ থেকে ১২০ দিনের মধ্যে নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করে এবং পরীক্ষা গ্রহণ সম্পন্ন করে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্টভাবে নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ হওয়া মাত্র এসএমএস প্রেরণ এর মাধ্যমে সকল বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার তারিখ সম্বন্ধে জানানো হবে। এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওয়েবসাইটে ও আপলোড করা হবে। প্রার্থীগণ কর্তৃক আবেদন পত্রে প্রদত্ত মোবাইল নম্বরটি সব সময় চালু রাখতে হবে এবং এসএমএসে দেওয়ার নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২১
লিখিত পরীক্ষার দিনে সকল প্রার্থীকে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কিছু নির্দেশনা পালন করতে হবে। উক্ত নির্দেশনা গুলি হলো-
সকল পরীক্ষার থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘন্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। শুধুমাত্র পরীক্ষার্থীগণ ব্যতীত কোনো অভিভাবক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সবার জন্য মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোন প্রার্থী বেগ অথবা কোন ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন- মোবাইল ফোন, হাত ঘড়ি, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস, ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে প্রবেশ করতে পারবে না তবে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রার্থীগণ কেন্দ্রের অভ্যন্তরে নিয়ে প্রবেশ করতে পারবে এবং পরীক্ষায় ব্যবহার করতে পারবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রার্থীগণকে কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ ২০২১