পানি উন্নয়ন বোর্ড এডমিট কার্ড ডাউনলোড ২০২৩

সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক পানি উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা ২০২১ এর সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে বাছাইকৃত সকল প্রার্থী কারণ ইতিমধ্যেই তাদের প্রদানকৃত মোবাইল নম্বরে একটি এসএমএস পেয়ে থাকবেন। উক্ত এসএমএসের মাধ্যমে প্রার্থীদের পরীক্ষার তারিখ ও স্থান এবং প্রবেশপত্র ডাউনলোড বিষয়ে অবহিত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভূগর্ভস্থ পানি এবং ভূপৃষ্ঠের পানি সুস্পষ্ট বন্টন নিয়ে কাজ করে।

উক্ত সরকারী প্রতিষ্ঠানে চাকুরীর জন্য যেসকল প্রার্থীগণ আবেদন করেছিলেন তাদের সুবিধার্থে আজ আমরা পানি উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা ২০২১ এর প্রবেশপত্র ডাউনলোড করার সবচেয়ে সহজ নিয়ম নিয়ে আলোচনা করব। আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি 2020 এর যেকোন তথ্য এবং পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে বিস্তারিত জানতে www.bwdb.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ২০২৩

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা সম্পন্ন হলে Applicant’s Copy তে প্রার্থীর নাম, ছবি স্বাক্ষর সহ একটি user ID থাকে। উক্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান করতে হয়। সার্ভিস চার্জ প্রদান করা হলে কনফার্মেশন মেসেজ হিসেবে প্রার্থীর মোবাইলে এবং উক্ত টেলিটক নাম্বারে একটি মেসেজ প্রেরণ করা হয় যার সাথে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হয়ে থাকে।

উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীগণ ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য যেকোনো সময় জানতে পারে। প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড এর জন্য উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড টি খুবই গুরুত্বপূর্ণ। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা ২০২১ এর এডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. সবার প্রথমে আপনার কম্পিউটার অথবা মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করেন।
২. আপনার ডিভাইস এর যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
৩. ব্রাউজারের সার্চ বক্সে www.bwdb.gov.bd লিখে সার্চ অপশনে ক্লিক করুন।
৪. আপনার ডিভাইসের স্ক্রিনে ইউজার আইডি এবং পাসপোর্ট প্রদানের জন্য দুটি খালি বক্স দেখতে পাবেন।
৫. ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদানের বক্সে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে সাবমিট অপশনে ক্লিক করুন।
৬. আপনার নাম ছবি স্বাক্ষর ও অন্যান্য তথ্য সম্বলিত প্রবেশপত্রটি স্ক্রিনে দেখতে পারবেন।
৭. আপনার প্রবেশপত্র টি ডাউনলোড করতে Download Now অপশনে ক্লিক করুন।
৮. পরবর্তী প্রয়োজনের জন্য আপনার প্রবেশপত্র টি রঙিন প্রিন্ট করে সংরক্ষন করুন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড

প্রবেশপত্র নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রবেশপত্র ব্যতীত কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্দেশিত কিছু নির্দেশনা মেনে চলতে হবে। সেগুলো হলো-

প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু ৩০ মিনিট পূর্বে কেন্দ্র উপস্থিত হতে হবে। কোন প্রার্থী পরীক্ষা কেন্দ্রের ভিতর কোন ধরনের ব্যাগ বা ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবে না। কেন্দ্রীয় অন্তরে সকলকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধুমাত্র পরীক্ষার্থী ব্যতীত কোনো অভিভাবক কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেনা।]

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি সরকারি প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে নিয়োগ দানের ক্ষেত্রে সকল ধরনের সরকারি বিধি বিধান এবং কোটা পদ্ধতি মেনে চলা হবে। শুধুমাত্র মহিলা কোটা ব্যতীত অন্য যে কোন কোটার জন্য প্রমাণপত্র নিয়োগ পরীক্ষার দিন বহন করতে হবে। নিয়োগ পরীক্ষার দিনে প্রার্থীকে তার সকল কাগজ পত্রের মূল কপি কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে।

এবং সকল কাগজপত্র একসেট সত্যায়িত অনুলিপি কর্তৃপক্ষের নিকট প্রদান করতে হবে। আবেদনপত্রে প্রদানকৃত কোন তথ্যে গরমিল পাওয়া গেলে সেই প্রার্থী আবেদন বাতিল করা হবে। নিয়োগদানের যে কোন পর্যায়ে প্রার্থীদের তথ্য গোপন প্রমাণিত হলে তার ওপর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

Scroll to Top