A বিনোদন

ছোটদের হাসির ছড়া

ছোট বাচ্চাদের পাঠ্য বইগুলোতে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে ছোট বাচ্চাদের পাঠ্য বইগুলোতে অনেক ধরনের ছোট ছোট ছড়া কবিতা আপনি দেখতে পাবেন। এসকল ছাড়া কবিতা গুলো ছোট বাচ্চারা অনেক মনোযোগ সহকারে পড়ে এবং সে সকল ছাড়া কবিতাগুলো তারা পড়ে অনেক হাসি এবং মজা পাই। এই মজাগুলো প্রদান করার জন্যই ছোট বাচ্চাদের গুলোতে হাসির ছড়া কবিতাগুলো উপস্থাপন করা হয়।

আজকে আমরা এই ছোট বাচ্চাদের হাসির ছড়া কবিতা গুলো নিয়ে আপনাদের সামনে একটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি আমাদের আলোচনাটি মনোযোগ সহকারে পড়েন তাহলে ছোট বাচ্চাদের জন্য যে সকল ছড়া কবিতাগুলো আপনারও জানা প্রয়োজন সে সকল ছাড়া কবিতা গুলো আমাদের আজকের প্রবন্ধের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আমাদের আজকের প্রবন্ধের মাধ্যমে ছড়াগুলো পেতে হলে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আমাদের আজকের প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়তে হবে।

আমাদের আজকের প্রবন্ধ যে সকল বিষয়গুলো উল্লেখ করা আছে সেই সকল বিষয়গুলো নিয়ে বিবেচনা করতে হবে চিন্তা করতে হবে। যদি কোন বিষয়ে ভুল ত্রুটি দেখতে পান তাহলে আমাদেরকে সেটা জানাবেন আমরা চেষ্টা করব মুহূর্তের মধ্যে সেই ভুলত্রুটি গুলো শুধরে নেওয়ার মুহূর্তের মধ্যে সে সকল ভুল ত্রুটি গুলো শুধরে নিয়ে আমরা নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর এই সকল বিষয়গুলো আমরা প্রতিনিয়তই অনেক গুরুত্বের সাথে বিবেচনা করছি। এজন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ ভুলত্রুটি দেখলে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন।

ছোট বাচ্চাদের হাসির ছড়া কবিতা

আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম অর্থাৎ আমরা যখন ছোট বাচ্চা হিসেবে স্কুলে যেতাম তখন আমাদের বইয়েও এরকম হাসির এবং ঠাট্টা করার মতো মজার অনেক কবিতা আমরা দেখতে পেতাম। আমরা যে সকল কবিতাগুলো অনেক আনন্দের সাথে অনেক মজা নিয়ে পড়তাম এখনো বাচ্চাদের বিদ্যালয় গেলে সকল কবিতার লাইনগুলো আমাদের মনে পড়ে যায়।

বাচ্চারা যখন কবিতা লাইনগুলো পড়ে তখন আমাদের মনের কোনায় এ সকল কবিতা লাইন গুলো বেজে ওঠে তখন আমরা আমাদের অতীতে ফিরে যাই। এজন্যই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি আমাদের আজকের প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন। আপনি যদি সহকারে এসবও কবিতা বা ছড়া কবিতা গুলো পড়েন তাহলে আপনি হয়তো অতিথি ফিরে যাবেন। আপনি হয়তো ওদের সময় গুলোকে মিস করবেন অতীতের যে সকল দিনগুলো আপনি অতিবাহিত করে আসছেন সে সকল দিনগুলো নিয়ে আপনার মনের মধ্যে অনেক ধরনের দাগ কাটবে।

এজন্য আপনাকে আমাদের আজকের প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়তে হবে। আমাদের আজকের প্রবন্ধের নিচের অংশে যে সকল ছোট ছোট ছড়া উল্লেখ করা হয়েছে সে সকল ছড়াগুলো আপনাকে পড়তে হবে বা আপনার বাড়িতে যদি কোন ছোট বাচ্চা থাকে তাকে সকল ছড়াগুলো পড়াবেন। তাদের শিক্ষা জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানবিক জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি শিশুকে বেড়ে তোলার জন্য তাকে ভালো মন্দ অনেক কিছুর অভিজ্ঞতা প্রদান করতে হয় আর এটাও এক ধরনের অভিজ্ঞতা।

বাচ্চাদের জন্য নিজের হাসির কিছু ছড়া কবিতা উল্লেখ করা হচ্ছে:-

 

.

বনের রাজা সিংহ মামা,

তার আদেশেই বনের রাজ্যে,

সব পশুর হয় ওঠা-নামা

বাঘ-ভাল্লুক, হাতি আর জিরাফ,

সবার ওপর হুকুম চলে,

একমাত্র সিংহ মামার।

তবুও মামার চেয়ে বুদ্ধিতে সেরা,

পন্ডিত হল উপাধি তার।

পন্ডিত হল শেয়াল মশাই,

বুদ্ধিতে সে যে সেরা সবার।

 

.

ছয়টি ঋতু, বারো মাসে,।

বাংলা বর্ষে যায় আর আসে।

ছয় ঋতুতেই এই প্রকৃতি,

সাজে নানান রূপ আর রসে।

 

রোদ আর তাপের গ্রীষ্ম ঋতু,

বৈশাখ ও জৈষ্ঠ্য এই দুই মাসে।

বৃষ্টি-বাদলের বর্ষা ঋতু,

আষাঢ়-শ্রাবণ মিলে আসে।

 

শরৎকালের সাদা কাশবন হাওয়ায় দোলে,

ভাদ্র ও আশ্বিন এ দু-মাসেই তার দেখা মেলে।

আনন্দময় নবান্ন উৎসব, শুরু হয় হেমন্তকালে,

হেমন্ত ঋতু আসে, কার্তিক-অগ্রহায়ণ দু-মাস মিলে।

 

.

হাতের কাছে ব্যাঙ এর ছাতা,

ব্যাঙ হাড়িয়ে গেল কোথা?

ঐ দেখ ব্যাঙ লুকিয়ে ঝোপে;

দেখছে তোমায় চুপে চুপে।

 

>>

হাতের কাছে ব্যাঙ এর ছাতা,

ব্যাঙ হাড়িয়ে গেল কোথা?

ঐ দেখ ব্যাঙ লুকিয়ে ঝোপে;

দেখছে তোমায় চুপে চুপে।

 

 

বাবুসোনা বলে ভাত খাবো না;

না খেলে তো বল পাবে না;

নিয়মিত খাওয়া করলে তবে,

সবখানে তুমি শেরা বাবু হবে।

 

>>

বাবুসোনা বলে ভাত খাবো না;

না খেলে তো বল পাবে না;

নিয়মিত খাওয়া করলে তবে,

সবখানে তুমি শেরা বাবু হবে।

 

ছোটদের হাসির কৌতুক

ছোটদের জন্য হাসির ছড়া কবিতা আপনারা অনেক জায়গায় দেখেছেন। ছোটদের জন্য হাসির কৌতুক হয়তো আপনারা কোথাও দেখেননি তবে আমাদের আজকের এই প্রবন্ধের মাধ্যমে ছোটদের হাসির কৌতুক গুলো আপনি দেখে নিতে পারবেন। ছোটদের হাসির কৌতুক যেভাবে বাচ্চারা পছন্দ করা ঠিক সেভাবে আমাদের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। তাদের পছন্দের কথাগুলো তাদের পছন্দের কৌতুকগুলো তাদের পছন্দের এবং ভালোলাগার কৌতুক গুলো নিয়ে আজকের এই প্রবন্ধটি সাজানো হয়েছে। এই প্রবন্ধে বাচ্চাদের জন্য অনেক কিছু পাঠানো হয়েছে এই প্রবন্ধ বাচ্চাদের সবকিছুই আরো বেশি জটিল এবং কঠিন হয়ে যাচ্ছে। এজন্যই বলা যায় যে, আপনি সময় নষ্ট না করে আমাদের প্রবন্ধ গুলো মনোযোগ সহকারে পড়বেন।

আমরা বেকার

শাহরিয়ার হোসেন এর বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। https://amrabekar.com/ শিক্ষা বিষয়ক একটি নিউজ সাইট। এখানে যাবতীয় শিক্ষামূলক নিউজ, খবর, সংবাদ এবং নোটিশ পাওয়া যায়। পাঠকদের সুবিধার জন্য আমরা আমাদের ওয়েবসাইটটিকে কয়েকটি ক্যাটেগরিতে বিভক্ত করেছি। যেন পাঠক খুব সহজেই তার কাঙ্খিত তথ্যটি খুঁজে পেতে পারে। নির্ভুল তথ্যই আমাদের মূলমন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button