কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড পরীক্ষার তারিখ ২০২১
সিপিজিসিবিএল পরীক্ষার তারিখ

সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান । সমাজসেবা অধিদপ্তর পুরো দেশে বিভিন্ন রকমের জনকল্যাণমূলক এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পালন করে থাকে। শিশু কল্যাণ এর জন্য সমাজ কল্যাণ অধিদপ্তর বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত রোহিঙ্গা শিশু সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে ইউনিসেফ ও বাংলাদেশের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বর্ণিত সময় ( ৩১ ডিসেম্বর ২০২১ অথবা সমঝোতা স্মারকে সময় বর্ধিত হলে উক্ত সময়ের) জন্য সর্ব মোট ১১ টি পদের বিপরীতে ১১ জন যোগ্যপ্রার্থী নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যে ১১ টি পদের কথা উল্লেখ হয়েছে সেগুলো হলো– সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, কেস মানেজমেন্ট, ক্যাশ অ্যাসিস্ট্যান্ট এক্সপার্ট, ম্যানেজার, ফাইন্যান্স এন্ড এডমিন ম্যানেজার, ট্রেনিং অফিসার, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার, এম আই এস & আইটি অফিসার, এডমিন অফিসার, একাউন্ট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর।
যে সকল প্রার্থীরা সমাজ কল্যাণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ তে আবেদন করেছেন তাদের জানানো হচ্ছে যে সম্প্রতি সমাজ কল্যাণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সমাজ কল্যাণ অধিদপ্তর বিষয়ক নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ক যে কোন তথ্য জানতে www.dss.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২১
সমাজসেবা অধিদপ্তর জাতি গঠনে এক বিশেষ ভূমিকা পালন করে আসছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলা কর্মসূচি ইত্যাদি প্রবর্তনের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সনদ প্রণয়ন ও বাস্তবায়ন করার জন্য সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য http://dss.teletalk.com.bd ওয়েবসাইট থেকে নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে সাবমিট সম্পন্ন করতে হবে।
আবেদনপত্র সাবমিট এর পূর্বে প্রদানকৃত সকল তথ্য পুনরায় ভালো করে দেখে নিতে হবে যেন কোন প্রকার ভুল না হয় এবং আবেদনপত্র যেন অসম্পূর্ণ না থাকে। ভুল আবেদনপত্র কোনরকম কারণ দর্শানো ছাড়াই বাতিল করা হবে। সমাজসেবা অধিদপ্তর প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীগণ যেকোনো সময় সমাজসেবা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জেনে নিতে পারবে।
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২১ এর তারিখ
সমাজসেবা অধিদপ্তর বাছাইকৃত সকল প্রার্থীদের জন্য নিয়োগ পরীক্ষার কিছু নির্দেশনা প্রকাশ করেছে। নির্দেশনাগুলো হল–
১. পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে নির্দিষ্ট সময়ের 30 মিনিট পূর্বে কেন্দ্র উপস্থিত হতে হবে।
২. পরীক্ষাকেন্দ্রে কোন প্রার্থী কোন প্রকার ব্যাগ এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে প্রবেশ করতে পারবে না।
৩. সকল পরীক্ষার্থীকে কেন্দ্রের ভিতর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মুখে মাস্ক অবশ্যই পড়তে হবে।
৪. পরীক্ষা কেন্দ্রে প্রার্থী ব্যতীত অন্য কোনো অভিভাবক প্রবেশ করতে পারবে না।
৫. পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল বস্তু প্রার্থীকে নিজেই বহন করতে হবে।
উপরোক্ত সকল নির্দেশনা সমূহ সকল পরীক্ষার্থীকে মেনে চলতে হবে। কোন পরীক্ষাটি উপরোক্ত শর্তগুলো লংঘন করলে তার ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রার্থীকে টিএ/ ডিএ প্রদান করা হবে না। এবং মনে রাখতে হবে যে নিয়োগের জন্য কোনরকম ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত করা হবে। নিয়োগের ক্ষেত্রে সকল সরকারি নিয়ম কানুন মেনে চলা হবে।
সমাজ কল্যাণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২১
সমাজসেবা অধিদপ্তর প্রায়শই বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষার তারিখ পর্যালোচনা করলে দেখা যায় যে সমাজসেবা অধিদপ্তর প্রধানত আবেদন কার্যক্রম শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে নিয়োগ পরীক্ষার তারিখ প্রদান করে থাকে। যেহেতু গত ১লা জুলাই ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন এর শেষ দিন ছিল।
বলা যায় যে আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যার সম্ভাব্য তারিখ ১১ থেকে ১৮ই সেপ্টেম্বর। নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশিত হওয়া মাত্রই প্রার্থী মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। সমাজকল্যাণ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার সময়সূচি জেনে নেওয়া যাবে।