ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি নিয়োগ পরীক্ষার তারিখ ২০২১

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি দুর্যোগ ব্যবস্থাপনা মূলক সংস্থা। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কে সংক্ষেপে সিপিপি বলা হয়। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত। ১৯৭৩ সালে ঘূর্ণিঝড় পূর্ব কর্মসূচি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি প্রতিষ্ঠা করেন। এ কর্মসূচি আজ পর্যন্ত হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে।
সারাদেশে প্রায় ৫৫ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে তাদের শ্রম প্রদান করেন। রাজধানী ঢাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সদর দপ্তর অবস্থিত। সম্প্রতি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্তৃপক্ষ তাদের কিছু শূন্যপদ পূরণের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন কার্যক্রম চলমান ছিল ২৯ শে জুন ২০২১ তারিখ পর্যন্ত। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্তৃপক্ষ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ ১৮ টি পদে সর্বমোট ১০৮ জন প্রার্থী নিয়োগের কথা উল্লেখ করেছিল।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৮ থেকে ৩৬ বছর বয়সী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দের জন্য বয়স ৩৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্তৃপক্ষ সম্প্রতি তাদের এই নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। আবেদনকৃত সকল প্রার্থীদের সুবিধার্থে আমরা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি নিয়োগ পরীক্ষা ২০২১ এর সকল তথ্য ও অন্যান্য বিষয় সমূহ নিয়ে আলোচনা করব। প্রার্থীগণ www.cpp.gov.bd ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জানাতে পারবে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা সময়সূচি প্রকাশ ২০২১
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্তৃপক্ষ প্রায় সময় তাদের বিভিন্ন শূন্যপদ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্পন্ন করে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তি এবং তাদের লিখিত পরীক্ষার তারিখ সমূহ পর্যালোচনা করে জানা যায় যে, কর্তৃপক্ষ তাদের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম শেষ হবার প্রায় ৯০ থেকে ১২০ দিনের মধ্যে নিয়োগ পরীক্ষার তারিখ সমূহ প্রকাশ করে এবং নির্দিষ্ট দিনে লিখিত পরীক্ষা গ্রহণ করে।
সে তথ্য অনুযায়ী আগামী নভেম্বর মাসের প্রথমদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত হতে পারে। কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট পরীক্ষার তারিখ প্রকাশ হওয়া মাত্রই আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই করা সকল প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানানো হবে। যেহেতু আবেদন পরবর্তী সকল যোগাযোগ প্রার্থীর আবেদন পত্রে প্রদানকৃত মোবাইল নম্বরের মাধ্যমে সম্পন্ন করা হবে। তাই প্রার্থীকে উক্ত মোবাইল নম্বর টি সব সময় চালু করে রাখতে হবে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি নিয়োগ পরীক্ষার ২০২১
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লিখিত পদ সমূহের বিপরীতে আবেদন করার জন্য প্রার্থীকে http://cpp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে Apply Now-এ নির্ধারিত আবেদন ফরমে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করার সকল নির্দেশিকা ওয়েবসাইট এই পাওয়া যাবে। আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীর সদ্য তোলা ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। সম্পূর্ণ সঠিক তথ্য সহ করে আবেদনপত্র পূরণ করার পর তা সাবমিট করে দিতে হবে।
সাবমিট করার পূর্বে অবশ্যই প্রার্থীকে সকল তথ্য শতভাগ সঠিকতার নিশ্চয়তা প্রদান করতে হবে। আবেদনপত্রে কোনরকম ভুল-ত্রুটি থাকলে তা কর্তৃপক্ষ কর্তৃক বাতিল করা হবে। এবং এই দায়ভার সম্পূর্ণ প্রার্থীকেই বহন করতে হবে। আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে টেলিটক সিমের মাধ্যমে দুইটি এসএমএস প্রেরণ করে পরীক্ষার ফি প্রদান করতে হবে।
পরীক্ষার ফি প্রদান করা ছাড়া প্রার্থীর আবেদনপত্র টি গ্রহণ করা হবে না। ফি প্রদান করা সম্পন্ন হলে উত্তর টেলিটক নম্বর এবং প্রার্থীর নির্ধারিত মোবাইল নম্বরে একটি এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বের করা হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় ওয়েবসাইটে লগইন করতে হবে এবং প্রার্থীর নাম ছবি স্বাক্ষর ও অন্যান্য সকল তথ্য সম্বলিত Applicant’s Copy টি পরবর্তী প্রয়োজনের জন্য ডাউনলোড এবং প্রিন্ট করে সংরক্ষন করতে হবে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ ২০২১