জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩

সম্প্রতি বিভিন্ন জেলা প্রশাসক ও তার অধিনস্ত উপজেলা নির্বাহী অফিস এ বিভিন্ন পদ সমূহ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই সূত্র ধরেই ও নোয়াখালী জেলা প্রশাসক এবং তার অধিনস্ত নির্বাহী অফিস ক্ষেত্রে পাঁচটি শূন্য পদে সর্বমোট ২২জন প্রার্থী নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নোয়াখালী জেলা প্রশাসক কর্তৃক প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন কার্যক্রম শুরু হয়েছিল ১০ ই অক্টোবর ২০২১ তারিখে এবং উক্ত আবেদন কার্যক্রম ৪ঠা নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত চলমান ছিল। জেলা প্রশাসক কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তাদের নিয়োগ বিজ্ঞপ্তি বিপরীতে প্রার্থী নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ পরীক্ষা গ্রহণের সময়সূচী ইতিমধ্যে প্রকাশ করেছে।

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রদানের মাধ্যমে এই পরীক্ষার তারিখ প্রকাশ করে। আবেদনকৃত সকল প্রার্থীদের সুবিধার্থে আমাদের আলোচনায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর নিয়োগ পরীক্ষার সময়সূচী ও অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করব। এছাড়াও আবেদনকৃত সকল প্রার্থী গণ তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে www.dcnoakhali.gov.bd ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জানতে পারবে।

জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২৩

জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে লিখিত পরীক্ষার দিনে সকল পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষাকেন্দ্রে সকল প্রার্থীগণকে কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত কিছু নির্দেশনা মেনে চলতে হবে। সেগুলো হলো-

১. প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘন্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. সকলকে পরীক্ষা কেন্দ্রের ভিতর সব ধরনের স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে এবং মাস্ক পরা বাধ্যতামূলক।
৩. পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থী ব্যতীত কোনো অভিভাবক প্রবেশ করতে পারবে না।
৪. পরীক্ষার কেন্দ্রে প্রার্থীগণ কোন প্রকার ব্যাগ অথবা ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবে না।
৫. পরীক্ষায় প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি প্রার্থীকেই বহন করতে হবে।

উপরে উল্লিখিত নির্দেশনা সমূহ কোন প্রার্থী অমান্য করলে তার ওপর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সকলকেই নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার তারিখ

বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃপক্ষ তাদের শূন্যপদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। জেলা প্রশাসক কার্যালয় সমূহের পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তি অডিও পরীক্ষার তারিখ পর্যালোচনা করে দেখা যায়, কর্তৃপক্ষ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্ধারিত সময় (৪৫ থেকে ৬০দিন) এর মধ্যে নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করে এবং পরীক্ষা গ্রহণ সম্পন্ন করে।

জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্টভাবে নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা মাত্রই তা আমাদের ওয়েবসাইটে আপলোড করা হবে এবং প্রাথমিকভাবে বাছাইকৃত সকল প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। যেহেতু আবেদন পরবর্তী সকল যোগাযোগ আবেদনপত্র উল্লেখিত প্রার্থীর মোবাইল নাম্বারের মাধ্যমে করা হবে তাই উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে এবং প্রাপ্ত এসএমএসগুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩

বর্তমানে কোন সরকারি-বেসরকারি আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি রত প্রার্থীগণকে অবশ্যই নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। উক্ত প্রার্থী চূড়ান্ত নিয়োগের জন্য মনোনিত হলে প্রার্থীকে তার পূর্ববর্তী প্রতিষ্ঠান অনাপত্তিপত্র বা অব্যাহতি পত্র কর্তৃপক্ষ এর নিকট প্রদর্শন করতে হবে।

জেলা প্রশাসক কার্যালয় আবেদনপত্রে যেকোনো ধরনের ছোট বড় পরিবর্তন, নিয়োগ পদ সমূহের হ্রাস বৃদ্ধি অথবা সম্পূর্ণ আবেদনপত্র কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই পরিবর্তন করতে পারে। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ অথবা তদবির উক্ত প্রার্থী র অযোগ্যতা বলে বিবেচিত করা হবে। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনরকম অনিয়ম সহ্য করবে না। জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোন প্রার্থীকে দৈনিক ভাতা অথবা যাতায়াত ভাতা প্রদান করবে না। প্রার্থীকে নিজ দায়িত্বে কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২১
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ ২০২১

Scroll to Top