জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ হয়ে তাদের কার্যক্রম সম্পাদন করে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কাজ দেশের সকল মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে উৎসাহিত করা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ ক্যাশিয়ার পদের সর্ব মোট ৫০ জন প্রার্থী নিয়োগ এর কথা উল্লেখ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
প্রাথমিকভাবে বাছাইকৃত সকল প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বর ইতিমধ্যে একটি এসএমএস প্রেরণ এর মাধ্যমে পরীক্ষার তারিখ, কেন্দ্রের নাম এবং প্রবেশপত্র ডাউনলোড বিষয়ে জানানো হয়েছে। আবেদনকৃত সকল প্রার্থীদের সুবিধার্থে আমরা প্রবেশপত্র ডাউনলোড করার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ২০২৩
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র খুবই গুরুত্বপূর্ণ। প্রবেশপত্র ব্যতীত কোন প্রার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ঠিক তেমনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যতীত কোনো প্রার্থী প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না।
অনলাইনে আবেদন কার্যক্রম শেষে প্রার্থীর মোবাইল নম্বরে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হয়। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীগণ ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জানতে পারে। দূর্ঘটনাবশত কোন প্রার্থী তার ইউজার আইডি অথবা পাসওয়ার্ড হারিয়ে ফেললে নিম্নোক্ত উপায়ে তা পুনরুদ্ধার করা যাবে।
শুধু Teletalk Prepaid Mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত পদ্ধতিতে SMS এর মাধ্যমে নিজ নিজ User ID এবং Password পুনবুন্ধার করতে পারবেন।
For lost password:
User ID জানা থাকলে
DPHE<space>Help<space>User<space>User ID & send to 16222
Example: DPHE HELP USER ABCDEF & send to 16222
ii. PIN Number জানা থাকলে DPHE <Help<space>PIN<space>PIN No & send to 16222
Example: DPHE HELP PIN 12345678 & send to 16222
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড
প্রার্থী পুনরুদ্ধারকৃত অথবা তার সংরক্ষিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২১ এর এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। নিচের ধাপগুলো অনুসরণ করে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
১. সবার প্রথমে আপনার কম্পিউটার অথবা মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করেন।
২. আপনার ডিভাইস এর যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন
৩. ব্রাউজারের সার্চ বক্সে www.dphe.gov.bd লিখে সার্চ অপশনে ক্লিক করুন।
৪. আপনার ডিভাইসের স্ক্রিনে ইউজার আইডি এবং পাসপোর্ট প্রদানের জন্য দুটি খালি বক্স দেখতে পাবেন।
৫. ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদানের বক্সে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে সাবমিট অপশনে ক্লিক করুন।
৬. আপনার নাম ছবি স্বাক্ষর ও অন্যান্য তথ্য সম্বলিত প্রবেশপত্রটি স্ক্রিনে দেখতে পারবেন।
৭. আপনার প্রবেশপত্র টি ডাউনলোড করতে Download Now অপশনে ক্লিক করুন।
৮. পরবর্তী প্রয়োজনের জন্য আপনার প্রবেশপত্র টি রঙিন প্রিন্ট করে সংরক্ষন করুন।
প্রার্থী কোন খুব সহজেই উল্লেখিত নিয়ম অনুসারে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এডমিট কার্ড ব্যতীত কোনো প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র
নিয়োগ পরীক্ষা কেন্দ্রে সকল প্রার্থীকে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কিছু নির্দেশনা মেনে চলতে। সেগুলো হলো-
১. পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘন্টা পূর্বে উপস্থিত হতে হবে।
২. পরীক্ষা কেন্দ্রে কোন ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না।
৩. কেন্দ্রের ভেতরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
৪. সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।
৫. শুধুমাত্র পরীক্ষার্থী ব্যতীত কোন অভিভাবক কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে না।
৬. পরীক্ষার জন্য ব্যবহৃত সরঞ্জামাদি প্রার্থীকে নিজেই বহন করতে হবে।
৭. পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোন প্রকার ব্যাগ আনা যাবে না।
৮. লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন ভাতা প্রদান করা হবে না।
উপরে উল্লিখিত নির্দেশনা সমূহ কোন প্রার্থী অমান্য করলে তার ওপর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ডিপিএইচই নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২১