ফেসবুক পোস্ট

ফেসবুক মজার হাসির ক্যাপশন

প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই। জীবনে মজা এবং হাসিঠাট্টার গুরুত্ব অপরিসীম। দুঃখ জীবনের একটি অংশ কিন্তু মজা করে এই দুঃখকে হার মানিয়ে জীবন অতিবাহিত করার আমাদের সকলের একমাত্র কাম্য। বিনোদন বিহীন জীবন অসম্ভব। শত কষ্টের মাঝেও যদি একটি হাসির মুহূর্ত থাকে তাহলে সে হাসির মুহূর্তে মজা করে জীবন অতিবাহিত করা সম্ভব। তাই আমাদের ব্যক্তিগত জীবনে যতই সমস্যা থাকুক না কেন সব সময় হাসি মুখে সমস্যাগুলোকে জয় করে নিতে হবে।

জীবনে হাসি খুশি থাকতে হবে এবং একে অপরের সাথে মজা করে কাটাতে হবে। সুখ এবং দুঃখ দুটাই মিলে জীবন। জীবনে যেরকম সুখ থাকবে তেমনি দুঃখও থাকবে। যদি জীবনে দুঃখ না থাকে তাহলে আমরা সুখকে অনুভব করতে পারবো না। এজন্য জীবনে সব সময় মজা করবেন। মনে রাখবেন জীবন একটাই। চার দিনের এই জীবনে সকলের সঙ্গে হাসি ঠাট্টা এবং মজার ছেলে কাটিয়ে দিতে হবে।

আপনি কি হাসির পোস্ট ফেসবুকে দেওয়ার জন্য খুঁজছে? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ সব মজার মজার হাসির পোস্ট ফেসবুকে দেওয়ার জন্য। যা আপনার পড়া মাত্রই ভালো লাগবে বলে আমার ধারণা। এই “হাসির পোস্ট ফেসবুক” গুলো আপনি চাইলে স্ট্যাটাস হিসাবে পোস্ট করতে পারবেন এছাড়াও চাইলে কাউকে মেসেজ হিসাবে পাঠাতে পারবেন।

হাসির পোস্ট ফেসবুক হলো এমন কিছু পোস্ট যা আপনি কপি করে ফেসবুকে স্ট্যাটাস হিসাবে পোস্ট করতে পারবেন। এই পোস্টগুলো হবে হাসির বা মজার। যদি আপনি কখনো অনেক হাসির মোডে থাকেন বা কাউকে হাসাতে চান তাহলে এই ধরনের পোস্ট দিতে পারেন। পোস্ট দেওয়া ছাড়া কাউকে মেসেজ হিসাবে এগুলো পাঠাতে পারেন। এবার চলুন মজার মজার হাসির পোস্ট ফেসবুকে দেওয়ার জন্য দেখে নেওয়া যাক। সবগুলো পোস্ট সেরা ও ভালো লাগার মতোন। আপনার কাছে যেটি ভালো লাগবে সেটি কপি করে নিতে পারেন। ফেসবুকে হাসির পোস্টগুলো র কিছু উদাহরণ আপনারা একবার দেখে নিন।

১/ Ex এখনো ফ্রেন্ডলিস্টে রেখেছি কারণ এখন আমরা ভাই-বোন।

২/ আজ গরিব বলে গ্যাসে রান্না করি, বড়লোক হলে ইটভাটায় রান্না করতাম।

৩/ আমার সরল মনে একটা প্রশ্ন!! বাংলা ছায়া ছবি আছে, বাট ব্লাউজ ছবি নেই কেন??

৪/ ইনবক্সটা একদম ফাঁকা ফাঁকা লাগে, কেউ চাইলে আসতে পারো।

৫/ মানুষ ধনী হলে ভুলে যায় সেও গরিব ছিল। তেমনি Teacher ভুলে যায় সেও Student ছিল।

৬/ বালিকা… তোমার ছোট বোনকে কিডন্যাপ করে যদি তোমাকে চাই তখন তুমি কি করবে ???

৭/ এত গরম যে মনে হচ্ছে কোনদিন ডিমের মতো সিদ্ধ হয়ে যাব।

৮/ আমার এতটুকু মন। একদম এতটুকু ছোট্ট মন। আমার মনের সাথে খেলিস না। যদি ভেঙে যায়?
কে দাম দেবে তোর বাবা?

৯/ জি.এফ হারাইলে জি.এফ পাওয়া যায়, কিন্তু Hmmm লিখলে আর রিপ্লাই পাওয়া যায় না।

১০/পৃথিবীতে যত পুরুষ খেয়েছে বাঁশ, অর্ধেক তার দিয়েছে নারী আর অর্ধেক তার ক্রাশ।

১১/Sorry বাবা… এখনো নিজের টাকায় বিড়ি কিনে খেতে পারলাম না।

১২/জ্বরের ঠেলায় কিছুই ভালো লাগে না। অনেক কষ্টে সবজি দিয়ে সাতটা রুটি খেলাম…!!!

১৩/দোকানদার শসার উপর পানি ছিটাচ্ছে। আমিঃ ভাই শসার জ্ঞান ফিরলে এক কেজি দিয়েন তো।

১৪/বাবাঃ তোর মোবাইল টা খুলে দে তো। আমিঃ ইয়ে মানে বাবা ফিঙ্গারপ্রিন্ট ভুলে গেছি।

১৫/যেসব শিক্ষার্থী মোবাইল নিয়ে পড়তে বসে তারাই আগামী দিনের ভবিষ্যৎ।

১৬/তোমাকে ছাড়া বেঁচে থাকা যায়, কিন্তু ভালো থাকা যায় না।

১৭/কিছু পারবো না জেনেও হাসি মুখে পরীক্ষা দিতে যাওয়ার নাম মধ্যবিত্ত স্টুডেন্ট।

এভাবে হাসির ক্যাপশন গুলো ফেসবুকে আপলোড করা যায়। মজাদার ফানি স্ট্যাটাস শেয়ার করতে এই ক্যাপশনগুলো একদম বেস্ট। এরকম আরো সকল মজাদার ক্যাপশন পেতে আমাদের ওয়েবসাইটের পাশে থাকবেন। আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং মজাদার হাসির ক্যাপশন গুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন ,ভালো থাকবেন বিদায়।

আমরা বেকার

শাহরিয়ার হোসেন এর বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। https://amrabekar.com/ শিক্ষা বিষয়ক একটি নিউজ সাইট। এখানে যাবতীয় শিক্ষামূলক নিউজ, খবর, সংবাদ এবং নোটিশ পাওয়া যায়। পাঠকদের সুবিধার জন্য আমরা আমাদের ওয়েবসাইটটিকে কয়েকটি ক্যাটেগরিতে বিভক্ত করেছি। যেন পাঠক খুব সহজেই তার কাঙ্খিত তথ্যটি খুঁজে পেতে পারে। নির্ভুল তথ্যই আমাদের মূলমন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button