শিক্ষনীয় ছোট কৌতুক

 

আজকে আবারো আসলাম আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে। কৌতুক মানে হাসি কৌতুক মানে মজা। আর এই কৌতুক যদি হয় শিক্ষনীয় কোন বিষয় তাহলে তো আরো ভালো। আজকে আমরা নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য ছোট ছোট কিছু শিক্ষনীয় কৌতুক যা থেকে আপনারা অনেক মজা পাবেন এবং সেই কৌতুক থেকে অনেক কিছু শিখবেন। আমাদের মাঝে অনেকেই আছে যারা কৌতুক পড়তে এবং অভিনয় করতে খুবই পছন্দ করেন। তাদের জন্য আমাদের আর্টিকেলের এ অংশটুকু হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। আর মজার মজার কৌতুক পড়তে অবশ্যই আপনাদের আমাদের ওয়েবসাইট বেশি বেশি ভিজিট করতে হবে এবং আমাদের দেওয়া মজার মজার কৌতুক গুলো পড়তে পারবেন তাছাড়া আপনারা চাইলে সেগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক।

 

এক মহিলা বিচার চাই। একদিন একজন পুরুষ ও একজন মহিলা বিচারক ভোক্তার দরবারে এল। মহিলাটি ফরিয়াদ জানাই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এক অপরিচিত লোক এসে আমাকে চুমু দিয়েছে। যে লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে এই সেই লোকটা। তাই এর জন্য আমি বিচার চাই।

যখন বিচারক রায় দিলেন
বললেন আমিও মনে করি তোমার বিচার পাওয়া উচিত। সুতরাং আমি নির্দেশ দিলাম তুমিও এখন ঐ লোকটাকে চুমু দাও এবং তোমার প্রতিশোধ নাও।

 

আপনি কি ঘুমাচ্ছেন?
একদিন এই করিম উদ্দিন চোখ বন্ধ করে শুয়ে ছিল। তাছাড়া এসে জিজ্ঞেস করে আপনি কি ঘুমাচ্ছেন? কেনো জিজ্ঞেস করছো করিমউদ্দিন বলে। আমি ভাবছিলাম আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন করিম উদ্দিনের শালা বললো। তখন করিমউদ্দিন বলল তাইলে তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি ঘুমাচ্ছি। এখন আমাকে একা থাকতে দাও।

একরাতে মাহমুদা দেখে বাগানে এক লোক দাঁড়িয়ে আছে। চোর ভেবে মাহমুদা ধনুক বের করে চারিদিকে তীর ধনুক ছুরল পরদিন সকালে গিয়ে দেখে তার জামা মেলে দেওয়া ছিল। যেটাকে চোর মনে করে তীর ছুড়ে ছিল সেই ফির জামাতে বৃদ্ধ হয়ে আছে। সাথে সাথে মাহমুদা মুনাজাত করে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। মাহমুদা স্বামী তখন অবাক হয়ে বলে তুমি এখন মুনাজাত করছ কেন? তখন মাহমুদা উত্তর দিলো ভাগ্যিস আমার ভিতরে আমি ছিলাম না।

দুজন লোক কথা বলছে ।একটা বারে বসে। তাদের সামনে টেলিভিশন। টেলিভিশনের সাতটার খবর হচ্ছে। খবরে দেখাচ্ছে একটা লোক একটা সেতুর রেলিং এ উঠেছে। প্রথমজন বলল এই লোকটা এখনোই ব্রিজ থেকে লাফ দেবে।
দ্বিতীয় লোকটা বলল না লাভ দেবে না। প্রথম লোক বলল অবশ্যই দেবে। দ্বিতীয় লোক আবার বলে না দেবে না। বাজি ধরো 500 টাকা। প্রথম লোক আসছে বাজি 500 টাকা। টেলিভিশন খবরে দেখা গেল সেতুর রেলিং এ দাঁড়ানো লোকটা সত্যি সত্যি লাফ দিল। সঙ্গে সঙ্গে দ্বিতীয় লোক 500 টাকা বের করে দিলো প্রথম ব্যক্তির হাতে। প্রথম লোক বলল না টাকা দিতে হবে না। আমি আসলে পাঁচটার খবর দেখেছি। ওযে ব্রিজ থেকে লাফ দেয় সেটা আমি তখনি দেখেছি। দ্বিতীয় লোক বলল পাঁচটার খবর তো আমিও দেখেছি। কিন্তু আমি ভাবি নি একটা লোক এত বোকা হবে। দ্বিতীয় বারসে একই ভুল করবে।
শিক্ষনীয়: একি ভুল সাধারণত আমরা দ্বিতীয়বার করি না। আমরা ভুল থেকে শিক্ষা নি। আমরা থেকে শিখি।

একবার এক পল্লী গ্রামের লোক ট্রেনের টিকিট কাটতে রেলওয়ে স্টেশনে আসেন।
টিকিটের দাম কত?
কুড়ি টাকা।
15 টাকায় দেবেন?
না আমাদের টিকিটের দাম ফিক্সট আমাদের দাম কমানোর কোনো সুযোগ নেই।
তখন লোকটা বলল আপনি না দিলে আমি অন্য দোকানে যাব।
টিকিট বিক্রেতা হেসে বললেন, টিকিট কেনার কাউন্টার এই একটাই। আর কোন দোকানে এই টিকিট পাওয়া যাবে না।
তখন এই সরল যাত্রীটি বললেন,একটাই দোকান। তাইতো আপনি দাম কমাচ্ছেন না আরেকটা দোকান থাকলে ঠিক হয়ে টিকিটের দাম কমাতেন।
শিক্ষনীয়: ভালো কিছু করার দরকার হলে সেখানে প্রতিযোগিতা দরকার আছে।

Updated: November 1, 2023 — 7:46 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *