বর্তমানে আমরা আমাদের জীবনে যা কিছুই করি না কেন সবকিছু অনলাইন নির্ভরশীল। কোন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ থেকে শুরু করে জীবনের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করার আগে আমরা গুগল থেকে বিভিন্ন ধরনের এডভাইস নি। আজকের মূল্য আমরা আর্টিকেলটিতে ছেলে এবং মেয়ে উভয় পক্ষ থেকে কিভাবে প্রপোজ করা যায় সেই সম্পর্কে অ্যাডভাইস দেব। রোমান্টিক ভাবে প্রপোজ করাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে ফানি প্রপোজ করা যেতে পারে।, how to propose funny way,,?
funny love proposal? impress a girl with funny way. এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন গুগলে সার্চ করে থাকি অনেকেই। আজ আমরা হাজির হয়েছি ফানি প্রপোজ করার কিছু টিপস নিয়ে। ফানি প্রপোজ সম্পর্কে ধারণা পেতে আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়বেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে ফানি প্রপোজ করা হয়।
অনেক ছেলেরা এবং মেয়েরা জানে না কিভাবে প্রপোজ করা হয়। প্রথম প্রপোজ করা সম্পর্কে সবাই একটু নার্ভাস ফিল করে। অনেক বন্ধুবান সার্চ করে কিভাবে প্রথম স্টেপ অনুসরণ করে প্রপোজ করা হয়। প্রপোজ করার প্রথমে প্রথম স্টেপ কি? মূলত প্রপোজ করার বেসিক কিছু টিপ সম্পর্কে আলোচনা করব এখন।আপনি যাকে পছন্দ করেছেন, প্রথমে তাকে কোনো ভালো জায়গায় ডেটে নিয়ে যান এবং তার সাথে কিছু সময় কাটান। এবং তার মনে আপনার জন্য কিরকম অনুভূতি রয়েছে তা জানার চেষ্টা করুন।
কারণ আমরা যখন কাওকে মন থেকে ভালোবাসি তখন তার সব কিছু আমাদের ভালো লাগে তাই অনেক সময় আমরা নিজের মনের দিক দিয়ে কমজর হয়ে ভুল করে ফেলি। কথাবার্তা ভাব ভঙ্গির মাধ্যমে যদি বুঝতে পারেন সেও আপনাকে পছন্দ করে তাহলে দেরি না করে নিজের মনের কথা বলে দিন যে আপনি তাকে কতটা ভালোবাসেন।
তবে, প্রথম দিন বা প্রথম ডেটেই যে আপনাকে প্রপোজ করতে হবে সেটা একেবারেই বাধ্যতামূলক নয়, আপনি কিছুদিন এভাবেই তাকে ঘুরতে নিয়ে যেতে থাকুন এবং আপনার প্রতি থাকা তার মনের ভাব ধারণা বুঝে তারপর তাকে প্রপোজ করুন।
প্রত্যেকটি মেয়ে পছন্দ করে থাকে যাতে তার সাথী তার সাথে রোমান্টিক কথা বলে। তার জন্য আপনি তাকে রোমান্টিকভাবে বলতে পারেন কিভাবে আপনি দুজনের ভবিষ্যত একসাথে দেখতে চান, আপনি তাকে নিজের মায়ের সাথে দেখা করাতে চান এবং কিভাবে আপনি তাকে বিয়ে করতে চান। এগুলোর সাথে আপনি আরও কিছু বলতে পারেন যেমন আপনাদের বিয়ের পর কোথায় ঘুরতে যাবেন এবং তার কোন জায়গায় যাওয়ার ইচ্ছা সেটা নিয়ে কথা বলা। যদি আপনি এভাবেই রোমান্টিক হয়ে তাকে প্রপোস করেন তাহলে সে আপনাকে হে করতে বাধ্য হবে।
ভালোবাসার জন্য একটি ছোটো লাভ লেটার লিখাও প্রপোস করার ক্ষেত্রে খুব ভালো উপায় বলা যায়। অনেকের এই উপায়টি পুরানো লাগতেই পারে কিন্তু একবার নিজের মনের মানুষকে পাওয়ার জন্য পুরানো উপায়টি উপয়োগ করে দেখুন কাজ দিবেই। তাই আপনি নিজের মনের অনুভূতিগুলো লাভ লেটারের সাহায্যে ব্যক্ত করতে পারেন যেমন, আপনাদের প্রথম দেখা থেকে শুরু করে প্রতিটা মুহূর্ত আপনার জন্য কতটা স্পেশাল সেগুলো লিখুন। আপনার এই সুন্দর মুহুর্তের কথা গুলো পড়ে তার ভালো লাগবেই এবং সে খুব ইম্প্রেস হবে, কারণ প্রত্যেকটি মেয়ে চায় তার সাথীর কাছে স্পেশাল হতে। এভাবে সাধারণত প্রপোজ করা যায়।
অনেক ছেলেমেয়েরা আছে যারা ফান করে বিভিন্ন ধরনের প্রপোজ করে থাকে। বর্তমানে ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা, যারা নিজেদের ব্যক্তিগতর সম্পর্ককে একদমই সিরিয়াসলি নেয় না। তারা প্রতিনিয়ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বদলাতে থাকে। খেলার ছলে মজা করে আজ একজন তো অন্যদিন আর একজনকে প্রপোজ করে বসে। এভাবে ফানি অথবা মজা করে প্রপোজ করাটা মোটেই ভালো কাজ নয়। এভাবে টাইম পাস করলে ছেলেমেয়েদের জীবনে তাদের ক্যারিয়ারের উপর বিরূপ প্রভাব পড়ে। কিন্তু মজা করা যেতেই পারে। মজা করা ,হাসি তামাশা করা, খুবই গুরুত্বপূর্ণ। জীবনে সব সময় ফোন থাকতে হবে। কিন্তু সব ক্ষেত্রে মজা করা যাবে না। মজা করতে হবে কিন্তু সেটা সীমাবদ্ধের ভেতরে রেখে।