এমন অনেকে রয়েছেন যারা ইসলামিক হাসির ছন্দ খোঁজার চেষ্টা করেন যে সকল ছন্দ গুলো ব্যবহার করে আপনার ফেসবুক প্রোফাইলে বা ইনস্টাগ্রামে পোস্ট করা যেতে পারে। এমন অনেকে সোশ্যাল মিডিয়াতে ব্যবহারকারী রয়েছেন যে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ইসলামিক পোস্ট দেয়ার চেষ্টা করেন ইসলামিক পোস্টগুলো শেয়ার করেন। তারা হয়তো ইসলামিক অনেক কিছুই খোঁজেন কিন্তু কোথাও খুঁজে পান না।
তাদের উদ্দেশ্যে বলতে চাই যে, আপনারা আমাদের ওয়েবসাইটে আসুন। আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র আপনি এরকম আরও অনেক ধরনের ইসলামিক পোস্ট ইসলামিক হাসির কবিতা ইসলামিক শব্দ পোস্ট খুঁজে পাবেন যে সকল পোস্টগুলো আপনি ব্যবহার করে আপনার কাছে সংরক্ষিত রাখতে পারেন বা আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এবং তাহলে আপনি সকল বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন।
আমাদের প্রবন্ধের মাধ্যমে যে সকল হাসির কবিতা হাসির জোকস গুলো উপস্থাপন করা হচ্ছে সে সকল হাসির কবিতা এবং জোক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এগুলো পড়ছে এবং মজা পাচ্ছে তারা স্বাচ্ছন্দ মতো এগুলো পড়তে পারছে। এভাবেই আপনিও চাইলে এগুলো পড়তে পারেন। আপনিও চাইলে সকল হাসির কবিতা গুলো আপনার কম্পিউটার অথবা মোবাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আমাদের প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়তে হবে। এখানে যে সকল ছন্দ গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো মনোযোগ সহকারে পড়ে সেখান থেকে ছন্দ গুলো ডাউনলোড করে আপনার মোবাইল ফোন অথবা ডেস্কটপ কম্পিউটার সংরক্ষণ করতে হবে।
ইসলামিক ছন্দযুক্ত হাসির পোস্ট
ইসলামিক ছন্দ সংগলিত হাসির অনেকগুলো পোস্ট রয়েছে যে সকল পোস্টগুলো আপনারা প্রতিনিয়তই অন্যান্য ওয়েবসাইটে দেখেন কিন্তু সে সকল পোস্টগুলো আপনারা হয়তো কোথাও খুঁজে পান না। সে সকল পোস্টগুলো হয়তো আপনারা খোঁজার চেষ্টা করেন কিন্তু সে সকল পোস্ট খুঁজে পান না। তখন আপনি কি করবেন?
তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমাদের ওয়েব সাইটে ভিজিট করতে হবে। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি এরকম আরো অনেক ধরনের দেখতে পাবেন যে সকল প্রবন্ধ গুলো আপনাকে সাহায্য করবে ব্যবহার করে আপনার মোবাইল ফোন অথবা ডেক্সট কম্পিউটারে সংরক্ষণ করতে পারেন এবং এভাবে আপনি আপনার সময় কে অতিবাহিত করতে সক্ষম হবেন।
আপনার আশেপাশে যারা রয়েছে তাদের কেউ আপনি এ সকল প্রবন্ধগুলো পড়ার অর্থাৎ এই সকল ছন্দ ও কবিতা গুলো পড়ার জন্য জানাতে পারেন। তাহলে তারাও আপনার কাছ থেকে কিছুটা হলে উপকৃত হবে। কেননা তাদের এমন কিছু হতে পারে যে তারাও সময় কাটানোর মত কিছু খুঁজে পাচ্ছে না তখন আপনার কথা মনে হবে আপনি যেটা তাদেরকে বলার জন্য বলেছিলেন সেটা তারা পড়বে এবং তারাও উপকৃত হবে। এভাবেই আপনি অনেক মানুষের উপকার করতে পারেন বা অনেক মানুষের খারাপ লাগার সময়গুলোকে ভালো লাগার সময় রূপান্তরিত করতে সক্ষম হবেন।
তুমি যে ইসলামিক হাসির কিছু কবিতা ও ছন্দ গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে:-
- আজকে গরীব বলে,, নিজে ফেসবুক চালাতে হয়,,বড় লোক হলে ড্রাইভার রাখতাম।
- আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আমি বিটিভির এড দেইখা বড় হইছি!
- আমাদের ভালোবাসা হয়ে গেলো ঘাস খেয়ে গেলো গরু দিয়ে গেলো বাস।
- দিয়াছো ফ্রেন্ড রিকুয়েস্ট প্রোফাইলে মারিয়া তালা কি করিয়া বুঝিবো তুমি কালা নাকি ধলা?
- গরু ডাকে হাম্বা, কুকুর ডাকে ঘেউ, তোমার আমার ভালোবাসা জানবে তো কেউ।
- তুমিও একা, আর আমিও একা প্রেম জমবে “ঝাকানাকা”।
- প্রোফাইল করিয়া লক দুয়ারে দিয়েছো নক, কি করিয়া বুঝিবো তুমি কাউয়া না বক?
- যে ছেলেটা রক্ত দেখতে ভয় পাইতো আজকে সেই ছেলেটা রক্তের হলি খেলে!
- এমন কোন সাহসী মেয়ে কি নাই? যে আমাকে Propose করবে?
- আগে ধনী লোকেরা পয়সার বিনিময়ে গরিব মেয়েদের নাঁচ দেখতো এখন সেই ধনী লোকদের মেয়েটা টিকটকে নেচে সবাইকে দেখিয়ে তাদের বাপ দাদার ঋন শোধ করতেছে।
- কাদায় পড়ে গিয়েছিলাম! তা দেখে হাসতে হাসতে এক মেয়ে ড্রেনে পড়ে গেছে!
- একদিন আমি ডাক্তার হবো, তোকে Icu তে পাঠাবো। তোর মা বাবাকে বলবো, অবস্থা খুবই ভয়াবহ, আপনার মেয়ে আমাকে ছাড়া বাঁচবে না।
- আজকে এক বড় ভাই কাছে ১টি কথা শুনলাম কথাটা হলো জার্মানিতে কেউ গালাগাল দিলে তার ১০বছর জেল হয় আর আমি ভাবলাম ভাগ্যিস আমাদের দেশে।
ইসলামিক হাসির ছন্দ ও কবিতা
ইসলামিক হাসির ছন্দ ও কবিতা গুলো আমরা উপরের অংশে উপস্থাপন করেছে সে সকল কবিতাগুলো আপনার হয়তো অনেক ভালো লাগবে। কেননা আপনি হয়তো এ সকল কবিতা গুলো পড়ছেন। আপনার আশেপাশে যারা খুজতেছে তারাও হয়তো এগুলোই করছে কিন্তু কোনো কবিতা ভালো ছন্দ সংকলিত কবিতা আপনারা হয়তো কোথাও খুঁজে পাচ্ছেন না।
কিন্তু আমাদের ওয়েবসাইটে যদি আপনি বিলিভ করেন তাহলে ভালো ছন্দ সংকলিত কবিতা গুলো খুঁজে পাবেন। আপনাকে অতিরিক্ত সময় নষ্ট করতে হবে না। আপনি আমাদের ওয়েবসাইট থেকেই সকল ছন্দ সংবলিত কবিতা গুলো দেখে বুঝে পড়ে নিতে পারেন। এতে করে আপনারও অনেক বেশি ভালো লাগবে এবং যারা শুনবে তারাও আপনার প্রতি অনেক বেশি সন্তুষ্ট অতি দেখাবে।