বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার তারিখ ২০২১

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের একটি স্বতন্ত্র শাখা। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা ও উন্নয়ন সাধন করায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান কাজ। বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন এবং সফল ব্যবহারের মাধ্যমে এই মন্ত্রণালয় দেশের উন্নয়ন সাধন করে আসছে। বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক থেকে দেশকে উন্নতির শিখরে নিয়ে আসার লক্ষ্যে সংসদীয় আইন পাশ করে এই মন্ত্রণালয় গঠন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান কাজ হল- বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা, উন্নয়ন সম্প্রসারণ এবং ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়ন করা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।যে নিয়োগ বিজ্ঞপ্তিতে দুইটি পদে সর্বমোট সাতজন প্রার্থী নিয়োগদানের কথা উল্লেখ করা হয়েছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর আবেদন কার্যক্রম ৮ ই এপ্রিল ২০২১ তারিখে শুরু হয়েছিল এবং তার চলমান ছিল ৭ই মে ২০২১ তারিখ পর্যন্ত।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃপক্ষ সম্প্রতি তাদের উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ পরীক্ষা গ্রহণ করার জন্য সময়সূচী প্রকাশ করেছে। উক্ত নিয়োগ পরীক্ষার সকল সময়সূচী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিসের ওয়েবসাইট www.most.gov.bd এ প্রকাশ করা হয়েছে। আবেদনকৃত নারী ও পুরুষের সুবিধার্থে আমরা আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা ২০২১ এর প্রকাশিত তারিখ নিয়ে আলোচনা করব।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২১
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেশের প্রতিটি সেক্টরে বিজ্ঞান বিষয়ক গবেষণা ও বিজ্ঞানের সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর বিপরীতে আবেদন করার জন্য প্রার্থীগণকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে হবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আবেদন করা যাবে।
প্রার্থীর হাতে লিখিত আবেদনপত্র অথবা মুদ্রিত আবেদন পত্র কুরিয়ার বা তারযোগের মাধ্যমে প্রেরণ করা হলেও তা গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। বাছাইকৃত যোগ্যপ্রার্থী রায় কেবল মাত্র নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাছাইকৃত প্রার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। আবেদনপত্র পূরণ করার পরে Applicant’s Copy তে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে নিয়োগ পরীক্ষার সার্ভিস চার্জ প্রেরণ করতে হয়। সার্ভিস চার্জ বিলিয়নের পরে প্রাপ্তির আবেদনপত্র পূরণ কৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হয়। যা ব্যবহার করে প্রার্থীগণ ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জানতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার তারিখ ২০২১
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সদরদপ্তর রাজধানী ঢাকায় অবস্থিত। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিপুলসংখ্যক কর্মচারী কর্মকর্তারা কাজ করে থাকেন। বিভিন্ন সময়ে শূন্য পদ পূরণ করার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত মন্ত্রণালয়ের পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ পরীক্ষার সময়সূচী থেকে জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনধিক ৯০ দিনের মধ্যে তাদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করে।
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার শুরু হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময় জানানো হয়ে থাকে। আগামী নভেম্বর মাসে মাঝামাঝি সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট পরীক্ষার সময়সূচী প্রকাশ পাওয়া মাত্রই তা www.mole.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং বাছাইকৃত সকল প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস করে জানানো হবে। নির্ধারিত দিনে সকল পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হবে।
পরীক্ষা কেন্দ্রের সকল প্রার্থীকে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা মেনে চলতে হবে। কোন নির্দেশনা অমান্য করলে প্রার্থীদের অপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা প্রদান করবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২১