মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩টি ভিন্ন পদে সর্বমোট ৩৯ জন প্রার্থী নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার এবং তথ্য সেবা কর্মকর্তা এই তিন পদে যথাক্রমে একজন, ১জন এবং ৩৭ জন প্রার্থী নিয়োগের কথা উল্লেখ করেছিল।
তন্মধ্যে তথ্য সেবা কর্মকর্তা পদে উপজেলা ভিত্তিক শুধুমাত্র মহিলা প্রার্থী নির্ধারণ করা হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ সম্প্রতি তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে নিয়োগ পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য আপলোড করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিকভাবে বাছাইকৃত সকল প্রার্থীদের মোবাইল নম্বরে একটি এসএমএস প্রেরণ করা হয়েছে। উক্ত এসএমএসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা ২০২১ এর পরীক্ষার তারিখ, কেন্দ্রের নাম এবং এডমিট কার্ড ডাউনলোড বিষয়ে সকলকে অবহিত করা হয়েছে। উক্ত নিয়োগ পরীক্ষার সকল তথ্য এবং প্রবেশপত্র ডাউনলোড এর পদ্ধতি নিয়ে আমরা আজ আলোচনা করব। www.mowca.gov.bd হল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অফিশিয়াল ওয়েবসাইট।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
অনলাইন মাধ্যমে আবেদন কার্যক্রম শেষ হবার পরে আবেদনকৃত সকল প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হয়। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী কোন ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জানতে পারে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া প্রার্থী নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা সম্ভব নয়। নিম্নোক্ত উপায় যার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীর এডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
১. সর্বপ্রথমে আপনার ডিভাইসের ইন্টারনেট কানেকশন অন করে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
২. ব্রাউজারের সার্চ বক্সে www.mowca.gov.bd টাইপ করে সার্চ অপশনে ক্লিক করুন।
৩. ওয়েব পেজটি লোড সম্পন্ন হলে আপনার ডিভাইসের স্ক্রিনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করার জন্য দুইটি খালি ঘর দেখা যাবে।
৪. নির্ধারিত স্থানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে সাবমিট অপশনে ক্লিক করুন।
৫. পরবর্তী পেজে আপনার নাম, ছবি, স্বাক্ষর, পরীক্ষার তারিখ ও স্থান ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র টি স্ক্রিনের উপরে দেখতে পাবেন।
৬. Download Now অপশনে ক্লিক করে আপনার প্রবেশপত্র টি ডাউনলোড করুন এবং পরবর্তী প্রয়োজনের জন্য প্রিন্ট করে নিজের কাছে রেখে দিন। সম্ভব হলে অবশ্যই প্রবেশপত্র রঙিন প্রিন্ট করবেন।
এডমিট ছাড়া কোন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই প্রবেশপত্র ডাউনলোড বিষয়ক এসএমএসটি আসামাত্রই বিলম্ব না করে নির্ধারিত ওয়েবসাইট থেকে সময় থাকতেই এডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ তিনটি ধাপে তাদের প্রার্থী বাছাই সম্পন্ন করবেন। প্রাথমিকভাবে বাছাইকৃত সকল প্রার্থীগণ নির্দিষ্ট তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত নিয়োগের জন্য মনোনীত হতে হবে। প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে নেই প্রার্থীকে তার প্রবেশপত্র কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে।
প্রার্থী নিয়োগের ক্ষেত্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আপোষ করা হবে না। প্রার্থী নিয়োগের জন্য কোন প্রকার তদবির অথবা ব্যক্তিগত যোগাযোগ উক্ত প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত করা হবে।
আবেদনপত্র কোন প্রকার ভুল তথ্য প্রদান করা হলে বা কোন ধরনের জালিয়াতি অবলম্বন করা হলে প্রমাণ সাপেক্ষে প্রার্থী নিয়োগ বাতিলসহ তার ওপর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে কোন প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং চূড়ান্ত নিয়োগ এর দিনে অবশ্যই উক্ত প্রতিষ্ঠান এর অনাপত্তি পত্র কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে।
মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
মহিলা ও শিশু মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২১