মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার তারিখ ২০২১

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪৩ টি মন্ত্রণালয়ের মধ্যে অন্যতম। নারী ও শিশু বিষয়ক নীতি প্রণয়নের মাধ্যমে সমাজে নারী ও শিশুদের প্রাতিষ্ঠানিকীকরণ এবং কার্যাবলী রক্ষণাবেক্ষণ করে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ১৯৭২ সালে মহিলা ও শিশুদের কল্যাণের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়।
বর্তমানে আওয়ামী লীগ সভানেত্রী জনাবা শেখ হাসিনা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ বিভিন্ন পদে সর্ব মোট ৩৯ জন প্রার্থী নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর আবেদন কার্যক্রম চলমান ছিল ১৭ ই জুলাই ২০২১ তারিখ পর্যন্ত।
সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.mowca.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য বিস্তারিত জেনে নেওয়া যাবে। আমাদের আজকের আলোচনায় উক্ত মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষার সময়সূচী ও অন্যান্য সকল তথ্য উল্লেখ করব। আলোচনা শেষ পর্যন্ত সকলকে সাথে থাকার জন্য অনুরোধ করা হল।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২১
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রায়ই বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত মন্ত্রণালয়ের পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা যায়, তারা তাদের আবেদন কার্যক্রম শেষ হওয়ার ৯০ কার্যদিবসের মধ্যেই নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করে। প্রকাশিত তারিখের মধ্যেই পরীক্ষা গ্রহণ সম্পন্ন করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে পরীক্ষার তারিখ প্রকাশ করা মাত্রই প্রাথমিকভাবে বাছাইকৃত সকল প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য জানিয়ে দিবে। এসএমএসের মাধ্যমে জানানো নির্ধারিত তারিখে প্রার্থীগণ লিখিত পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে পরীক্ষাকেন্দ্র উপস্থিত হবে।
পরীক্ষায় অবশ্যই প্রত্যেক প্রার্থীকে এডমিট কার্ড কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে। এডমিট কার্ড ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বিষয়ে আমাদের পরবর্তী পোস্টে আলোচনা করা হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার তারিখ ২০২১
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীগণ কে https://erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে।
নিবন্ধন করার পরে প্রার্থীর ইমেইলে e-recruitment system কর্তৃক ভেরিফিকেশন লিংক এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ভেরিফিকেশন লিংকে প্রবেশ করে ইমেইল ও পাসওয়ার্ড প্রদান করার মাধ্যমে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। নির্দেশনা সমূহ ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে।
পরবর্তী সকল যোগাযোগ ইমেইল এবং এসএমএসের মাধ্যমে সম্পন্ন করা হবে। আবেদন কার্যক্রম শেষ হবার সকল প্রার্থীগণের মধ্য থেকে প্রাথমিকভাবে কিছু প্রার্থী বাছাই করা হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থী গনি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ সম্পর্কিত এসএমএস প্রাপ্ত হবেন এবং পরবর্তীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২১
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা প্রতিটি পরীক্ষার্থীকে মেনে চলতে হবে। কোন প্রার্থী উত্তর নির্দেশনা সমূহ অমান্য করলে তার ওপর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সরকারি সকল বিধি-বিধান এবং কোটা পদ্ধতি অনুসরণ করবে।
কোটাধারী প্রার্থীদের অবশ্যই অন্যান্য সনদপত্রের সাথে কোটা প্রমাণপত্র কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে। কোন প্রার্থী তথ্য গোপন করে অথবা ভুল তথ্য প্রদান করে নিয়োগপ্রাপ্ত হলেও তথ্য জালিয়াতি প্রমাণ সাপেক্ষে তার নিয়োগ বাতিল সহ আইন অনুযায়ী তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থী নিয়োগের জন্য কোন প্রকার তদবির অথবা ব্যক্তিগত যোগাযোগ উক্ত প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত করা হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরীক্ষার তারিখ প্রকাশ ২০২১