বাংলাদেশ নৌবাহিনী এডমিট কার্ড ডাউনলোড ২০২৩

সম্প্রতি সময়ে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আগামী ৫ ই নভেম্বর ২০২১ তারিখে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে ২৯ শে সেপ্টেম্বর ২০২১ থেকে শুরু করে ৮ই নভেম্বর ২০২১ পর্যন্ত নির্ধারিত স্থানে প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা দিনে প্রার্থী ভর্তি চলবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি

পরিশোধ পূর্বক সকল শিক্ষাগত সন পত্রের কপি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে। প্রাথমিক বাছাই কৃত প্রার্থীরা নির্দিষ্ট দিনে লিখিত পরীক্ষার জন্য যোগ্য হবেন। লিখিত পরীক্ষার জন্য এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড এবং আনুষঙ্গিক বিষয় আজ আমরা আলোচনা করব।

প্রথমেই জেনে নেওয়া যাক বাংলাদেশ নৌ বাহিনী ও তার পরিচয়।

বাংলাদেশ নৌবাহিনী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

বাংলাদেশ নৌ বাহিনী বাংলাদেশ সরকারের সামরিক বাহিনীর অন্তর্গত। বাংলাদেশ নৌ বাহিনী সামরিক বাহিনীর নৌযুদ্ধ শাখা এবং নৌবাহিনী র দায়িত্বে রয়েছে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্রসীমা এবং শেষ সীমায় অবস্থিত সকল বন্দর ও সামরিক স্থাপনার নিরাপত্তা। নৌ বাহিনী বাংলাদেশের সামরিক ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের দায়িত্ব পালন করে থাকে।

মূলত এতাই নৌবাহিনী প্রধান দায়িত্ব। বাংলাদেশ নৌ বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে দুর্যোগ ব্যবস্থাপনা ও বিদেশে মানবিক সহায়তা মিশনের একটি নেতৃস্থানীয় বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ নৌ বাহিনী দেশের অভ্যন্তরে সকল সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ গ্রহণকারী এক প্রধান শক্তি। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘ শান্তি মিশনে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে।

নৌবাহিনী পরীক্ষার প্রবেশপত্র

আগ্রহী প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট www.joinnavy.mil.bd  এ প্রবেশ করে Home page এর ওপরের আইকন Apply now এ ক্লিক করে লগইন হতে হবে। লগইন হওয়ার সময় বাংলাদেশ নৌ বাহিনী পুরুষ ও মহিলা নাবিকের শাখাভিত্তিক দায়িত্ব ও কর্তব্য জেনে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২০০টাকা পেমেন্ট করার পর আবেদন ফরম টি সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে। সম্পূর্ণ সঠিক তথ্য নিশ্চিত করার পরে আবেদনপত্রটি অনলাইনেই জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হলে নাবিক১ আবেদনপত্রটি ডাউনলোড এবং প্রিন্ট করে পরবর্তী প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে।

নৌ বাহিনী পরীক্ষার এডমিট কার্ড 2023

আবেদনের শুরুতে দেওয়া user ID password টি পরবর্তীতে প্রবেশপত্র এডমিট কার্ড ডাউনলোড এর সময় প্রয়োজন হবে। তাই এটি যত্ন করে রাখতে হবে। কোনভাবে user ID password টি ভুলে গেলে নিম্নোক্ত উপায়ে তা পুনরুদ্ধার করা যাবে।

User ID password পুনরুদ্ধার করার নিয়ম: 

User ID জানা থাকলে NTP Help User ID send to 16222

Example: NTP Help User ABCDEF & send to 16222

(ii) PIN Number জানা থাকলে: NTP Help PIN PIN No & send to 16222

Example: NTP Help PIN 12345678 & send to 16222

Bangladesh Navy admit card download

User ID password ব্যবহার করে নিম্নোক্ত ধাপ অনুসরণের মাধ্যমে এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

. আপনার ফোন অথবা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন।

. ব্রাউজারের সার্চ বক্সে  army.teletak.com.bd টাইপ করুন।

. স্ক্রিনের উপরে একটি পেজ আসবে যেটাতে user ID এবং password দিতে বলবে। আপনার সংরক্ষিত user ID এবং password টি দিন।

. আপনার প্রবেশপত্র টি স্কিনে show করবে। এবং সেখান download admit card এর একটি লিংক থাকবে।

. লিংকের উপর ক্লিক করুন তাহলে আপনার এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।

. এডমিট কার্ড টি প্রিন্ট করুন এবং পরবর্তী সময়ের জন্য সংরক্ষণ করুন।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড

মনে রাখতে হবে যে, বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বলবৎ যোগ্য কোন আইন ও বিধি অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী বা  আটক, অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোন বিচারালয়ে বিচারাধীন থাকলে এবং সশস্ত্র বাহিনীর চাকরি থেকে কোন পর্যায় বরখাস্ত হলে উক্ত প্রার্থী নৌবাহিনীতে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।

এছাড়াও যে কোন প্রকার সরকারিবেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। পরবর্তী প্রয়োজনের জন্য আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন।

Scroll to Top