এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আপনারা অনেকেই জানেন যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সংক্ষেপে যার নাম এনটিআরসিএ। এটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কাজ হল দেশের প্রায় ৩৩ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সমূহে যোগ্য শিক্ষক নিয়োগের কাজ নিশ্চিত করা। এনটিআরসিএ ২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এবং এই প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান হলেন মোঃ আকরাম হোসেন।

এ থেকে আপনারা সকলে বুঝে গেছেন যে, এনটিআরসিএ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সরকারি সংস্থা। এ সংস্থার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু অংশের কাজ সম্পাদন করা হয়। আর এবারে শিক্ষা মন্ত্রণালয়ের এই সংস্থার লোকবল বৃদ্ধির জন্য একটি বিশাল আকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবারে সর্বমোট ৬৮ হাজার লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এত বড় আকারের নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে কখনো প্রকাশ করা হয়নি। এবারে এনটিআরসিএ তে যত সংখ্যক লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এটাই সর্বোচ্চ সংখ্যক লোক এনটিআরসিএ কখনোই নিয়োগ দেয় নি।

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

এনটিআরসি এর কর্তক এবারে নিয়োগ বিজ্ঞপ্তি ২২ ডিসেম্বর ২০২২ ইং তারিখে প্রকাশ করা হয়। এবারের নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের দেশের সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিনের পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ২৯ জানুয়ারী ২০২৩ ইং তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। যদি কোন আগ্রহী প্রার্থী থাকেন এবং এবারে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন সম্পন্ন করতে চান। তাদের অবশ্যই উত্তরসমূহের মধ্যে আবেদনটি সম্পন্ন করে ফেলা উচিত কেননা নির্ধারিত সময় পরে আবেদন করলে সে আবেদন গ্রহণ করা হবে না। এক্ষেত্রে কর্তৃপক্ষ কোন দায়ী নিতে পারবে না। যার জন্য সকলের অতিসত্বর আবেদন সম্পন্ন করা উচিত।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ২০২৩তিপূর্বে আপনারা জেনেছেন যে, এবারে বেসরকারি শিক্ষক নিবন্ধনে স্কুল কলেজ ও মাদ্রাসায় সর্বমোট ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এতগুলো শূন্য পদে এর আগে কখনো লোক নিয়োগ দেওয়া হয়নি। এবারে নিয়োগ বিজ্ঞপ্তিতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। সে সংক্রান্ত সকল তথ্য আমরা আজকের উক্ত প্রবন্ধে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিটি এনটিআরসি এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে পারেন। এছাড়াও আমরা আমাদের আজকের প্রবন্ধে যে সকল তথ্যগুলো উপস্থাপন করছি তার সম্পূর্ণই অফিসিয়াল ওয়েব সাইটে নিয়োগ বিজ্ঞপ্তি হতে নেওয়া।

আবেদনের শর্তাবলী: এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ ৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে চয়েজ দিতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে একটিমাত্র আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স ২৫ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত ৩৫ বছর বা তার কম হতে হবে। ৩৫ বছরের বেশি ব্যক্তিদের আবেদন না করার আহ্বান জানানো যাচ্ছে। কেননা ৩৫ বছরের উর্ধ্বে ব্যক্তির আবেদন করলে তাদের আবেদন গৃহীত হবে না।

আবেদনের যোগ্যতা: আবেদনকারী ব্যক্তি কে অবশ্যই সংশ্লিষ্ট বিষয় ও পদ প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন ধারি হতে হবে। আবেদনকারী ব্যক্তিকে এনটিআরসি কর্তব্য প্রকাশিত মেধাবীকেই অন্তর্ভুক্ত থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জাতিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপি ও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। নতুবা আগ্রহী প্রার্থী আবেদন করতে পারবেন না।

আবেদন ফি প্রদান: সকল আবেদনের জন্য আবেদনকারী কে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি প্রধান না করলে সে ব্যক্তির আবেদনটি গৃহীত হবে না। এপ্লিকেশন ফর্ম ও ফি প্রদান শুরুর তারিখ হিসেবে তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯/১২-২০২২ ইং তারিখ এবং ফি জমাদানের শেষ তারিখ ২৯-০১-২০২৩ ইং তারিখ রাত বারোটায়। উক্ত সময়ের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে যদি কেউ আবেদন করতে চান বা আবেদন ফি জমা দিতে চান তবে তাদের আবেদন বা আবেদন ফি কোনটাই গ্রহণযোগ্য হবে না।

 

Scroll to Top