প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশী বন্ধুদের জন্য আরো একটি বিশালাকার সুখবর আসতে চলেছে। কেননা আবারও ফেব্রুয়ারি মাসেই ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমদ ৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন “প্রাথমিক বিদ্যালয় যেহেতু অনেক শূন্য পদ রয়েছে। তাই নতুন করে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কৃতজ্ঞ প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে।” আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইতিহাসের সবচাইতে বড় নিয়োগ সম্পন্ন হয়েছে। গত জানুয়ারি মাসে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনটি ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিক শিক্ষক পদে অর্থাৎ সহকারী শিক্ষক পদে ৩৭ হাজার ৫৭৪ জন কে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। তবে নিয়োগের জন্য নির্ধারিত ৩৭,৫৭৪ জন প্রার্থীদের মধ্যে বেশ কিছু প্রার্থী শেষ মুহূর্তে এ সকল পদে যোগ দেননি।

আর তাই নতুন করে আরো বেশ কিছু পদ শুন্য থেকে গেছে। আরো কিছু পথ সংযুক্ত করে ৭,০০০ সহকারী শিক্ষক আবারও নিয়োগ দেওয়া হবে। আপনারা যারা এই নিয়োগ পদ্ধতি পাওয়ার আশায় অপেক্ষারত ছিলেন। তারা এবারে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগপত্র প্রকাশের পরদিন থেকেই নিয়োগপত্রে আবেদনের খন গণনা শুরু হবে। আর তাই সকলকেই বলতে চাচ্ছি যে, আপনারা নিয়োগ পত্র পাওয়ার সাথে সাথে আবেদন সম্পন্ন করুন। এমনও অনেকেই রয়েছেন যারা দীর্ঘকাল সময় যাবত এই নিয়োগপত্র পাবার আশায় অপেক্ষারত ছিলেন। আপনাদের এই সকল অপেক্ষমান সময়ের শেষ হয়েছে, আপনারা এবারে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন সম্পন্ন করে নিজেদেরকে যোগ্য প্রমাণ করুন এবং যোগ্য প্রমাণ করার মাধ্যমে একটি মানসম্মত প্রাথমিক শিক্ষক হিসেবে নিজেকে সকলের কাছে উপস্থাপন করুন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার ২০২৩

 

আপনারা জানেন যে, আমাদের দেশে এমনও অনেক শিক্ষার্থী রয়েছেন। যারা সারা বছর নিজেদেরকে প্রস্তুত করে চলেছেন। ভালো কোন চাকরি খুঁজছেন এমন অনেক শিক্ষার্থী রয়েছেন। যারা বিসিএস ক্যাডার পরীক্ষা দিতে গিয়ে বিফল হয়েছেন কিন্তু তারা প্রত্যেকেই সরকারের চাকরি প্রত্যাশী। তারা এ সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন সম্পন্ন করতে পারেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন সম্পন্ন করে আপনি যদি নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারেন তাহলে আপনি এই পদে বিপরীতে একজন যোগ্যতা হিসেবে নিবেদিত হবে। এক্ষেত্রে করণীয় হলো যখনই প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখনই আবেদন সম্পন্ন করে ফেলা। আপনারা জানেন যে, প্রাথমিক শিক্ষক সারাদেশে একযোগে নিয়োগ প্রকাশ করা হয় এবং সারা দেশে একযোগে পরীক্ষা সংঘটিত হয়।

এই পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই এই পদে বিপরীতে আপনি একটি চাকরি পেতে পারেন। আপনি যদি একজন প্রাথমিক শিক্ষক হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন। তাহলে এই চাকরির মাধ্যমে আপনি আপনার বর্তমান সময়কে আরো বেগবান করে তুলতে পারবেন। সকলে আপনার এই বর্তমান পরিস্থিতি দেখে বাহবা প্রদান করবে। আর তাই আগামী ফেব্রুয়ারি মাসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানে সঠিক নিয়ম সম্পন্ন করুন। আবেদন সম্পন্ন করার সময় অবশ্যই সকল কাগজপত্রগুলো সঠিকভাবে উপস্থাপন করবেন। আপনারা যারা ইতিপূর্বে কোন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন সম্পন্ন করেছেন তারা হয়তো জানেন যে আবেদন সম্পন্ন করার সময় অবশ্যই সঠিক তথ্যগুলো উপস্থাপন করতে হয়। আপনি যদি ভুল তথ্য উপস্থাপন করে থাকেন তাহলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। সঠিক তথ্য উপস্থাপনকারীর আবেদন শুধুমাত্র গ্রহণযোগ্য হবে। আর তাই সকলের উদ্দেশ্যে বলছি যে, আপনি যখনই আবেদন সম্পন্ন করেন না কেন, অবশ্যই সঠিক তথ্য উপস্থাপন করে আবেদন সম্পন্ন করবেন। এছাড়া আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না।

Scroll to Top