একটা হাসির জোকস শোনাও

যেকোনো সময় যেকোনো মুহূর্তে এমন কিছু পরিস্থিতি এসে দাঁড়ায় যে আপনাকে বা আমাকে একটি স্টেজে দাঁড়িয়ে বা একটি জনসম্মুখে দাঁড়িয়ে কিছু বলার প্রয়োজন হয়। এমন সময় আসে যে যখন আপনি উপস্থাপন করছেন তখন সেই রিয়ালিটি শো বা সেই মজলিসে যখন আপনি উপস্থাপন করবেন সেটি যদি হয় কোন পজেটিভ মজলিস বা হাসি ঠাট্টার মজলিস তখন আপনাকে অবশ্যই জোকস সংগঠিত কিছু একটা বলতে হবে।

যাতে করে আপনার সামনে যারা রয়েছে তারা আপনার কাছে কথা শুনে মজা পায় তারা আপনার কথাগুলো শুনতে চাই এ সকল বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তখন একটি বা দুইটি হাসির এবং মজার জোকস আপনাকে পড়ে শুতে হতেই পারে। তখন আপনি কি করবেন? তখন আপনি যা করবেন তা হচ্ছে আমাদের প্রবন্ধটি খুব অল্প সময়ের মধ্যে বের করে নিবেন।খুব অল্প সময়ের মধ্যে বের করে নিয়ে আপনি আমাদের এই প্রবন্ধটি পড়ে নিন তাহলে আপনি একটি হাসির জোকসহ অনেক বড় ধরনের সংকলিত কবিতা পাবেন।

আপনি এ সকল ছন্দ সম্বলিত কবিতা গুলো পড়ে আপনার আশেপাশে যারা অবস্থান করছে তাদেরকে তাক লাগিয়ে দিতে পারেন। তারা আপনার কথা শুনে বা আপনার ছন্দ সংগঠিত কবিতা গুলো শুনে হা করে আপনার দিকে তাকিয়ে থাকবে। তারা হয়তো ভাববে যে আপনি এসব কবিতা গুলো কোথায় পেলেন বা আপনি এসব কবিতা গুলো কেমনে বলতে পারছেন এরকম জিনিস গুলো ভাবতে ভাবতে তাদের সময় চলে যাবে কিন্তু আপনি অনেক বেশি বাহবাহৃ পাবেন।

একটি হাসির জোকস

আমাদের দেশে বেশ কিছু ওয়েবসাইট প্রচলিত রয়েছে যে সকল ওয়েবসাইটে গেলে আপনারা অনেক ধরনের হাসির জোকস পাবেন। ওয়েবসাইটে সকল হাসির জোকস গুলো অনেক আগে থেকে সকল জোকসগুলো ব্যবহার হয়ে আসছে। আর তাই এগুলো পুরনো হয়ে গেছে। আপনারা আপডেট যদি কিছু খুঁজতে চান আপডেট কোন জোকস আপডেট কোন কথা আপডেট কোন লিরিক যদি আপনি খুঁজতে চান তাহলে আমাদের প্রবন্ধে আসতে হবে। একটি জোকস শুনতে বা শোনাতে হলে আপনাকে অনেক সময় অতিবাহিত করতে হবে। আপনি যদি সময় অতিবাহিত করতে না পারেন তাহলে সে সময়টা আপনি খুঁজে পাবেন না।

আপনার পছন্দের মানুষের যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি হাসির জোকস বা হাসির কবিতা শোনাই আসবে না। এই মুহূর্তে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আমাদের প্রবন্ধের এই অংশটি এবং সেই সাথে আরো কিছু অংশ উপস্থাপন করা হয়েছে সে সকল অংশগুলো মনোযোগ সহকারে পড়ে নিবেন। আপনি যদি এ সকল প্রশংসা করে পড়বেন তাহলে সামনে দাঁড়িয়ে উপস্থিত বক্তৃতা সহ সকল ধরনের সকল কিছু আপনি অতি সহজে জেনে নিতে পারবেন। আপনার আশেপাশে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সহযোগিতা জানাতে পারেন তাহলে তারা আপনার প্রতি সহযোগিতা সহানুভূতিশীল দেখাবে।

নিজে কিছু মজার জোকস উল্লেখ করা হচ্ছে:-
১. ছেলে: বাবা, আমাকে আরেক গ্লাস পানি দাও।
বাবা: তোমার এত পানি লাগে কেন? তোমাকে ইতিমধ্যে ১০ গ্লাস পানি দিয়েছি।
ছেলে: কিন্তু বাবা, বিছানায় যে আগুন ধরিয়েছি, সেটা তো নিভছে না!

২. বাবা: জানিস, তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয়?
ছেলে: হ্যাঁ বাবা, জানি বলেই তো কম কম পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি।

৩. ছেলে: মা, বাবার চোখে চশমা কেন?
মা: তুমি বাবার কথা শোনো না যে তাই! যাদের ছেলে কথা শোনে না তাদের এমন হয়।
ছেলে: ওহ! এবার বুঝলাম, কেন দাদু ভাইয়ের চোখে এত পাওয়ারের চশমা!

৪. বাবা: মিনু দেখো, আমি খুব সস্তায় দারুণ একটা চায়নিজ রেডিও কিনেছি।
মিনু: তুই কি বোকা বাবা? কবে তোমার বুদ্ধিসুদ্ধি হবে বল তো? আমরা তো চায়নিজ ভাষাটাই জানি না। তাহলে কী করবি এই চায়নিজ রেডিও দিয়ে?

কিছু হাসির কবিতা শোনাও

উপরে আপনাদের উদ্দেশ্যে কিছু হাসির কবিতা উল্লেখ করা হয়েছে এ সকল কবিতাগুলো আপনাকে অনেক বেশি ভালো লাগবে। আপনার আশেপাশে যারা অবস্থান করছে তাদেরকে ভালো লাগবে। আপনি চাইলে এসব কবিতা গুলো যে কোন জায়গায় যে কোন মুহূর্তে পড়ে শুনাতে পারেন তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে। এজন্য আমাদের এই প্রবন্ধটি যদি আপনি কোন ভুলত্রুটি পেয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে জানতে পারেন। তাহলে আমরা চেষ্টা করব আপনার সকল ধরনের সমস্যার সমাধান করার। তার তারপরও যদি কোনো সমস্যা সমাধান করতে না পারে তাহলে সে সমস্যা কিভাবে সমাধান করা হবে সেই পথ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সক্ষমতা আমরা রাখি।

Scroll to Top