সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এবারে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। এটি উপজেলা পরিষদ কর্তৃক প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা ইতোপূর্বে জেনেছেন যে, উপজেলা পরিষদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রশাসনিক কার্যালয়। এ কার্যালয়ে যে সকল কর্মকাণ্ডগুলো হয় সেগুলো নিতান্তই প্রশাসনিক কার্যক্রমের সাথে সংযুক্ত এবং এ কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি একটি সরকারি চাকরি। অনেকেই রয়েছেন যারা সরকারি চাকরি পেতে ইচ্ছুক এবং সরকারি চাকরি এখন বর্তমানে অনেকটাই লোভনীয়। অনেকেই আছেন যারা সরকারি চাকরি পাওয়ার আশায় অনেক সময় অতিবাহিত করেছেন কিন্তু আসনরূপ কোন নিয়োগ বিজ্ঞপ্তি পাননি এমনকি অনেকেই নিয়োগ বিজ্ঞপ্তি চেয়েছেন কিন্তু নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে যোগ্য প্রমাণ করতে পারেননি। যার জন্য সরকারি চাকরিটি নিজের করে নিতে পারেন নি। এবারে আরও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে সর্বমোট তিনটি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেয়া হবে। আপনি চাইলে এই যে কোন একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। তবে এবারের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেটি মূলত মসজিদ ভিত্তিক। এখানে তিনটি ক্যাটাগরিতে সর্বমোট চারজন লোক নিয়োগ দেয়া হবে।
প্রথমত বলা যায় যে, এটি জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালায় প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরির নীতিমালা ২১ অনুযায়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের লোকবল বৃদ্ধির জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। যেখানে পেশ ইমাম, মোয়াজ্জিন ও খাদেম এই তিনটি পদে লোকবল নিয়োগ দেয়া হচ্ছে।
উপজেলা পরিষদে চাকরির সার্কুলার ২০২৩
আপনারাই তো পূর্বে জেনেছেন যে আমাদের দেশের প্রায় অধিকাংশ উপজেলায় একটি করে মডেল মসজিদ স্থাপন করা হচ্ছে এবং এ সকল মসজিদে মসজিদ ভিত্তিক লোকবল নিয়োগ দেয়া হবে। আর তাই আমরা আজকে যে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এটি তারই অংশ। আমাদের আজকের আলোচনায় রয়েছে উপজেলা পরিষদে চাকরির সার্কুলার ২০২৩। এবারে সর্বমোট তিনটি ক্যাটাগরিতে চার জন লোক নিয়োগ দেওয়া হবে। এ চারজন লোক সম্পূর্ণরূপে ইসলামিক ধারণ ক্ষমতা সম্পন্ন হতে হবে। যারা ইসলামিক ধারন ক্ষমতা সম্পন্ন নন তারা একে চাকরির জন্য যোগ্য নন বলেই গণ্য করা হচ্ছে।
প্রথমত যেই পদে লোক নিয়োগ দেয়া হবে সেই পদটি হল “পেশ ইমাম”। এখানে একটি পদে লোক নিয়োগ দেয়া হবে। যার সর্বসাকুল্যে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। পেশ ইমাম পদের যাকে নিয়োগ দেয়া হবে তিনি আবশ্যিকভাবে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রী অর্জনকারী হতে হবে এবং সেই সাথে হাফেজী কোরআন ইমাম কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান সনদপ্তর হতে হবে।
পরের অংশে আরও একটি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেয়া হয়েছে। যেখানে “মুয়াজ্জিন” হিসেবে একজন লোক নিয়োগ দেওয়া হবে। যার মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। মোয়াজ্জিন পদে যাকে নিয়োগ দেয়া হবে তিনিও একইভাবে আলিম ও কাওমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং মুয়াজ্জিন কেউ হাফেজী কোরআন ইলমে কেরাত এর উপর শিক্ষিত প্রতিষ্ঠান কর্তৃক সনদপত্র হতে হবে।
শেষ অংশে “খাদেম” পদে আরো দুইজন লোক দেওয়া হয়েছে। সেখানে সর্বসাকুল্য বেতন নির্ধারণ করা হয়েছে ৭৫০০ টাকা। খাদেম পদের যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে তিনিও ইসলামী মান দণ্ডের হতে হবে এবং যেটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটি হল সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদেম হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের জন্য করণীয়: আগ্রহী প্রার্থীকে অবশ্যই ডাকযোগের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই আবেদন পত্রটি পৌঁছাতে হবে। আবেদনকারী প্রার্থী পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষকতা যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখপূর্ব আবেদন করতে হবে। যদি কোন ব্যক্তি ভুল তথ্য আবেদনপত্রে সংযুক্ত করেন তবে সে ব্যক্তির আবেদন বাতিল হিসেবে গণ্য করা হবে।