চরম হাসির গল্প

একটা সময় ছিল যখন আমরা আমাদের দাদা বা নানাদের কাছ থেকে আমরা ছোটবেলায় গল্প শুনতাম তখন আমাদের খুব ভালো সময় কাটতো। আমরা শীতের সকালে রোদে বসে অথবা গরমের দিনে সন্ধ্যাবেলায় বাড়ির উঠানে বসে অনেক গল্প শুনতাম সে সকল সময় গুলো আমাদের খুব ভালো সময় কেটেছে। এখন আর সেই দিনগুলো দেখতে পাওয়া যায় না। এখন আর সেই সময় গুলো ফিরে পাওয়া যায় না।

তবে এখন হাসির গল্প গুলো রয়েছে এখন সেই পূর্বের হাসির গল্প গুলো আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আজকে আমরা আমাদের হাসির গল্প গুলো ফিরিয়ে আনার চেষ্টা করব দিন কাটিয়েছেন তারা হয়তো আমাদের আজকের গল্পগুলো পড়ে অনেক বেশি আনন্দ পাবেন। কেননা আজকে আমরা আমাদের প্রবন্ধের সকল গল্প গুলো তুলে নিয়ে আসার চেষ্টা করছি। আপনি যদি আমাদের আজকে প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়েন তাহলে সেই পূর্বের সেই অনুভূতি সেই ভালোলাগা সেই আবেগগুলো ফিরে পাবেন।

কেননা আমরা প্রতিনিয়ত নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আলোচনা করি নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত আমরা আলাপ-আলোচনা করি। এবারও ঠিক একইভাবে চরম হাসির গল্প গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনি যদি আমাদের আজকের প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়েন তাহলে চরম হাসির গল্প দেখে নিতে পারবেন। আপনার নিজের ভালো লাগা অনুযায়ী আপনি গল্পগুলো সাজিয়ে দেখতে পারবেন। আপনাকে আনন্দ দেওয়ায় আমাদের একমাত্র লক্ষ্য। আর আমরাও সেই লক্ষ্য পূরণের তাগিদে কাজ করে যাচ্ছি।

সেইরকম হাসির গল্প

হাসির গল্প নানা রকম ধরনের হতে পারে যেমন: বড়দের হাসির গল্প, ছোটদের হাসির গল্প, শিক্ষকের হাসির গল্প, চোরের হাসির গল্প, বুড়িমার হাসির গল্প এমনও আরও অনেক হাসির গল্প রয়েছে সকল গল্পগুলো নিয়েই আজকে আমরা এই প্রবন্ধটি সাজিয়েছি। বেশ কয়েকটি গল্প আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি যদি এই প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়েন তাহলে দেখতে পাবেন শুধুমাত্র হাসির গল্প গুলো নিচের একটি অংশে একই সাথে সবগুলো সংযুক্ত করা হচ্ছে।

আর এই অংশটি আপনাকে পড়ার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি অবশ্যই আমাদের আজকে প্রবন্ধের নিচের অংশটি মনোযোগ সহকারে পড়বেন তাহলে অবশ্যই আপনি আপনার চাওয়া টি পূরণ করতে পারবেন। আর আপনি যদি না পারেন তাহলে আপনার চাওয়া টি অপূর্ণই থেকে যাবে। এজন্য বলছি যে, আপনারা যারা নিয়মিত আমাদের গল্পগুলো পড়ছেন আপনারা যারা নিয়মিত আমাদের প্রবন্ধ পড়েন তারা অবশ্যই আমাদের আজকের প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়বেন তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটি খুঁজে পাবেন।

আপনি যদি না পড়ে থাকেন বা এরকম কিছু চিন্তা করে থাকেন যে পরবর্তীতে পড়ে নেব তাহলে হয়তো আপনি ভুল করবেন। কেননা পরবর্তীতে আমরা আরো অনেক প্রবন্ধ আপনাদের সামনে উপস্থাপন করব। এজন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি যথাসময়ে প্রবন্ধগুলো পড়তে চান তাহলে আমরা যখনই যেই সময়েই আমাদের প্রবন্ধগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি না কেন তখনই সময় সুযোগ বুঝে এই প্রবন্ধগুলো আপনার পড়ে ফেলা উচিত।

নিজে কয়েকটি হাসির গল্প আপনাদের জন্য সংযুক্ত করা হয়েছে:-

 

.ঈগল ও শেয়াল:

এক ঈগল এক শেয়ালছানা ধরে নিয়ে চলল। শেয়াল মা গভীর দুঃখে অনেক কাকুতিমিনতি করল।

কিন্তু ঈগল তা শুনল না। সে ভাবল, “অনেক উঁচুতে পাইন গাছে আমার বাসা। শেয়াল আমার কী আর ক্ষতি করতে পারবে? সে আমার নাগালই পাবে না।”

এই ভেবে ছানাটিকে নিয়ে চলল। শেয়াল মা দৌড়ে গেল মাঠে, লোকের কাছ থেকে আগুন নিয়ে পাইন গাছে বয়ে আনল। সে সবে গাছে আগুন লাগাতে যাচ্ছে। এমন সময় ঈগল ক্ষমা চেয়ে তাকে তার বাচ্চা ফেরত দিল।

.বেড়াল ও শেয়াল

এক বেড়াল শেয়ালকে বলছিল কীভাবে কুকুরদের কাছ থেকে আত্মরক্ষা করা যায়।

আমি কুকুরদের মোটেই ভয় পাই না।” বলল বেড়াল, “কেননা আমার একটা কৌশল জানা আছে।”

আর শেয়াল বলল, “মাত্র একটা কৌশলের সাহায্যে কীভাবে তুমি কুকুরদের হাত এড়াও? আমার জানা আছে এমন সাতাত্তরটি কৌশল।”

যখন তারা কথাবার্তা বলছিল সেই সময় একদল শিকারি তাদের কুকুর নিয়ে সেই পথে যাচ্ছিল। বেড়াল তার জানা একটিমাত্র উপায়ই ব্যবহার করল। সে একটি গাছে চড়ে বসল আর কুকুরেরা তার নাগাল পেল না। আর শেয়াল তার জানা সবগুলো উপায়কেই কাজে লাগাতে চেষ্টা করল কিন্তু কোনোটাই তার কাজে এল না এবং কুকুরেরা তাকে ধরে ফেলল।

. বাঁদর ও শেয়াল

একদিন জন্তুরা সকলে মিলে বাঁদরকে তাদের নেতা নির্বাচন করল।

শেয়াল বাঁদরের কাছে এসে বলল, “তুমি এখন আমাদের প্রধান, আমি তোমার সেবা করতে চাই। এই বনের মধ্যে এক জায়গায় আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি, চল আমি তোমাকে দেখাব।”

বাঁদর খুব খুশি হয়ে শেয়ালের সঙ্গে চলল। শেয়াল বাঁদরকে এক ফাঁদের কাছে এনে বলল, “এই সেই জায়গা। তুলে নাও সব, তোমার আগে আমি কিছু নিতে চাই না।”

বাঁদর যেই না ঐ ফাঁদে তার থাবা ঢুকিয়েছে অমনি সে ধরা পড়ে গেল। তখন শেয়াল ছুটে অন্য জন্তুদের কাছে গেল এবং বাঁদরকে দেখিয়ে বলল, “দেখো তোমরা, এমন নেতা নির্বাচন করেছ যে কিনা ফাঁদে ধরা পড়ে এমনই তার বুদ্ধি।”

হাসির চরম গল্প

আমরা প্রতিনিয়ত যে সকল হাসির গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আজকেও ঠিক একই ভাবে আরো একটি হাসির গল্প আরো বেশ কয়েকটি হাসির গল্প আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এ সকল হাসির গল্প গুলো আপনি যেকোনো জায়গায় যে কোন মুহূর্তে পড়াশোনা করেন যে কোন জায়গায় যে কারো সামনে আপনি এ সকল হাসির গল্প গুলো পড়ে শুনাতে পারেন।

আপনি যদি এ সকল হাসির গল্প গুলো পড়ে শোনান তাহলে অনেকেই আপনার প্রতি ভালো মন্তব্য করবে। কেননা এ সকল হাসির গল্প গুলো বিভিন্ন ভাবে পরীক্ষিত বিভিন্ন জায়গায় এসব হাসির গল্প গুলো উপস্থাপন করা হয়। আর তাই আজকে আমরা আমাদের প্রবন্ধ সাথে এই হাসির গল্প গুলো সংযুক্ত করেছি যাতে আপনারাও এই হাসির গল্প গুলো ব্যবহার করতে পারেন আপনার যে কোন পছন্দের জায়গাতে যে কোন আচার অনুষ্ঠানে আপনি এসকল হাসির গল্প গুলো উপস্থাপন করতে সক্ষম হবেন।

Scroll to Top