শিক্ষা মন্ত্রণালয়ধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন Upazila ICT training and research centre for education (UITRCE) এর রাজস্ব খাতে শূন্য এবং নতুন সৃষ্ট কিছু পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেয়ার জন্য সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছিল বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো মোট পাঁচটি শূন্যপদে সর্বমোট ৪৭ জন প্রার্থী নিয়োগ দিবে। যে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া চালু ছিল ১৮ই ফেব্রুয়ারি ২০২১ হতে ১০ই মার্চ ২০২১ তারিখ পর্যন্ত। ব্যানবেইস যে পদ সমূহে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেগুলো হলো–
১. কম্পিউটার অপারেটর
২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
৩. কম্পিউটার অপারেটর
৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
৫. অফিস সহকারী কাম–কম্পিউটার অপারেটর
যে সকল আগ্রহী প্রার্থীগণ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের জানানো হচ্ছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উক্ত নিয়োগের জন্য পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। আমাদের আজকের পোস্টে আমরা সেই নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড নিয়ে আলোচনা করব।
এছাড়াও যে কোন প্রকার সরকারি–বেসরকারি ও স্বায়ত্তশাসিত চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ ও যে কোন তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন পরবর্তী প্রয়োজনের জন্য আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
বাংলাদেশ রেলওয়ে নিয়োগের আবেদন প্রক্রিয়া টি ছিল সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। বাংলাদেশ রেলওয়ে এর অফিশিয়াল ওয়েবসাইট http://bbs.teletalk.com.bd/admitcard/index.php এ গিয়ে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মত ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন পত্র সাবমিট করা সম্পন্ন করতে হবে। আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের স্ক্রিনে ছবিসহ Application preview দেখাবে।
নির্ভুলভাবে আবেদনপত্রটি পূরণপূর্বক সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি user ID, ছবি ও স্বাক্ষরযুক্ত applicant’s copy পাবেন। উক্ত applicant’s copy download করে প্রার্থী রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবে। Applicant’s copy এ দেওয়া user ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে ২ টি ধাপে পরীক্ষার ফি প্রদান করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্র সাবমিট করা হলেও পরীক্ষার ফি প্রদানের পূর্ব পর্যন্ত আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্রে কোন প্রকার ভুল থাকলে, বা ভুয়া তথ্য প্রদান করলে আবেদনপত্রটি তাৎক্ষণিক বাতিল বলে গণ্য হবে এবং তার ওপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আবেদন পত্রটি সাবমিট করার পূর্বে অবশ্যই সংযোজিত প্রতিটি তথ্য ভালোভাবে দেখে নিতে হবে।
পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড
কোন প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে বা হারিয়ে ফেললে নিম্নোক্ত উপায়ে তা পুনরুদ্ধার করতে পারবে।
শুধু Teletalk Prepaid Mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত পদ্ধতিতে SMS এর মাধ্যমে নিজ নিজ User ID এবং Password পুনবুন্ধার করতে পারবেন।
For lost password:
User ID জানা থাকলে
bbs<space>Help<space>User<space>User ID & send to 16222
Example: bbs HELP USER ABCDEF & send to 16222
ii. PIN Number জানা থাকলে bbs<space Help<space>PIN<space>PIN No & send to 16222
Example: bbs HELP PIN 12345678 & send to 16222
শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড
ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে নিম্নোক্ত উপায় প্রবেশপত্র এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
১. আপনার ফোন অথবা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন।
২. ব্রাউজারের সার্চ বক্সে http://bbs.teletalk.com.bd/admitcard/index.php টাইপ করুন।
৩. স্ক্রিনের উপরে একটি পেজ আসবে যেটাতে user ID এবং password দিতে বলবে। আপনার সংরক্ষিত user ID এবং password টি দিন।
৪. আপনার প্রবেশপত্র টি স্কিনে show করবে। এবং সেখান download admit card এর একটি লিংক থাকবে।
৫. লিংকের উপর ক্লিক করুন তাহলে আপনার এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।
৬. এডমিট কার্ড টি প্রিন্ট করুন এবং পরবর্তী জন্য সংরক্ষণ করুন।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২০২১
করোনা পরিস্থিতি আমাদের দেশে এক ভয়াবহ বিপর্যয় নামিয়ে এনেছে। জরুরী প্রয়োজনে বাহিরে গেলে অবশ্যই মাস্ক পড়ুন, সামাজিক দূরত্ব মেনে চলুন এবং অন্যকে মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব মেনে চলতে উৎসাহিত করুন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পরিসংখ্যান ব্যুরো এডমিট কার্ড ডাউনলোড ২০২১