সম্প্রতি ব্র্যাক এনজিও কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ এর নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীরা ইতিমধ্যেই তাদের মোবাইল নম্বরে পরীক্ষার তারিখ ও স্থান ও প্রবেশপত্র বিষয়ে এসএমএস পেয়ে থাকবেন। আজকে আমরা একজন প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কিভাবে প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সে বিষয়টা এবং অন্যান্য তথ্য নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।
দেশের এবং বহির্বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বেসরকারি সংস্থা গুলোর মধ্যে একটি অন্যতম সংস্থা। হাজার ১৯৭২ সাল থেকে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করে আসছে।
ব্র্যাক এনজিও নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২০২৩
ব্র্যাকের সকল নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হয়ে থাকে। career.brac.net অথবা www.bdjobs.com থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবে। যথাযথভাবে আবেদনপত্রটি পূরণ করা সম্পন্ন করে সাবমিট করা হলে প্রার্থী তার ছবি স্বাক্ষর ও User ID সহ একটি Applicant’s Copy পাবে। পরবর্তী প্রয়োজনের জন্য উক্ত Applicant’s Copy টি ডাউনলোড এবং রঙিন প্রিন্ট করে সংরক্ষন করতে হবে।
প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরীক্ষার ফি প্রদান করা হলে প্রার্থীর মোবাইলে একটি User ID ও Password আসবে। প্রাপ্ত User ID এবং Password খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড এর সময় উক্ত User ID এবং Password টি ব্যবহৃত হবে। নিম্নোক্ত উপায় একজন প্রার্থী খুব সহজেই তার প্রবেশপত্র টি ডাউনলোড করে নিতে পারবে।
User ID ও Password ব্যবহার করে নিচে প্রদত্ত ধাপ অনুযায়ী প্রবেশপত্র বা এডমিট ডাউনলোড করা যাবে।
১. আপনার ফোন অথবা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন।
২. ব্রাউজারের সার্চ বক্সে careers.brac.net টাইপ করুন।
৩. স্ক্রিনের উপরে একটি পেজ আসবে যেটাতে user ID এবং password দিতে বলবে। আপনার সংরক্ষিত user ID এবং password টি দিন।
৪. আপনার প্রবেশপত্র টি স্কিনে show করবে। এবং সেখান download admit card এর একটি লিংক থাকবে।
৫. লিংকের উপর ক্লিক করুন তাহলে আপনার এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।
৬. এডমিট কার্ড টি রঙিন প্রিন্ট করুন এবং পরবর্তী প্রয়োজনের জন্য সংরক্ষণ করুন।
ব্র্যাক নিয়োগ পরীক্ষার সময়সূচী
ব্র্যাক প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা নেয়ার উদ্দেশ্যে কিছু নির্দেশনা উল্লেখ করেছে। উত্তর নির্দেশনাগুলো প্রতিটি প্রার্থীর জন্য অবশ্য পালনীয়। উক্ত নির্দেশনা গুলি হলো–
১. পরীক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত দিনে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে পৌঁছাতে হবে।
২. মাস্ক পরিধান করে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হবে।
৩. পরীক্ষার্থী কেন্দ্রের মধ্যে কোন প্রকার ব্যাগ বা ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ ও ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে পারবে না।
৪. পরীক্ষার জন্য প্রয়োজনীয় কলম, ক্লিপবোর্ড ও স্কেল প্রার্থীকে বহন করতে হবে।
অনলাইনে আবেদনের সময় প্রার্থীকে শুধুমাত্র তথ্য ছাড়া আর কোনো কাগজপত্র প্রদান করার প্রয়োজন পড়েনি। লিখিত পরীক্ষার দিন অবশ্যই প্রার্থীকে তার সকল শিক্ষাগত সনদ, নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, সকল অভিজ্ঞতা সনদ, প্রার্থীর সদ্য তোলা ছবি যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। এবং সকল সনদের সত্যায়িত অনুলিপি প্রদান করতে হবে। অবশ্যই প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা দ্বারা সকল সত্যায়ন সম্পন্ন করতে হবে।
ব্র্যাক এনজিও নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড
প্রার্থীর User ID এবং Password গুরুত্বপূর্ণ তথ্য। কোন দুর্ঘটনাবশত প্রার্থী এগুলো হারিয়ে ফেললে নিম্নোক্ত উপায়ে তা পুনরুদ্ধার করতে পারবে।
শুধু Teletalk Prepaid Mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত পদ্ধতিতে SMS এর মাধ্যমে নিজ নিজ User ID এবং Password পুনবুন্ধার করতে পারবেন।
For lost password:
User ID জানা থাকলে
Brac<space>Help<space>User<space>User ID & send to 16222
Example: Brac HELP USER ABCDEF & send to 16222
ii. PIN Number জানা থাকলে Brac Help<space>PIN<space>PIN No & send to 16222
Example: Brac HELP PIN 12345678 & send to 16222
বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লিখিত সকল তথ্য বিশেষ যাচাই–বাছাই করার মাধ্যমে প্রদান করা হয়েছে। এবং সকল তথ্যসমূহ শতভাগ সঠিক। আলোচনার কোনো অংশ কারো বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার সকল সমস্যা দূর করার চেষ্টা করব। সর্বোপরি আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ভাবে ধন্যবাদ।