ফুল নিয়ে প্রেমের কবিতা

 

ফুল সকলের পছন্দ করে এবং পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির ফুলের জন্ম। প্রত্যেকটি ফুল নিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে এবং প্রত্যেকটি ফুলের আলাদা আলাদা সৌন্দর্য হয়েছে। প্রত্যেকটি ফুলের ঘ্রাণ অন্যরকম এবং আপনি কোন ফুলের সাথে কোন ফুলের মিল পাবেন না। আপনি যদি ফুলের প্রেমিক হয়ে থাকেন তাহলে আপনাকে প্রয়োজন।

শুনলে অতীত থেকে বর্তমান এবং সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত বহু কথা বহু কবিতা উক্তি প্রকাশ পেয়েছে যে এই উক্তিগুলো মানুষের মনে দাগ ফেলে গেছে। যত ফুল তত আকর্ষণীয় একটি বস্তু এবং এই ফুলের মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তির মন জয় করা যায় তাই এই ফুল নিয়ে সকলের অনেক জল্পনা-কল্পনা। ফুল দিয়ে কবিতা সাজানো অত্যন্ত সহজ হয় এবং ফুলের মাধ্যমে সকলের একটু শান্তির প্রসাদ পেয়ে থাকে।

ফুল নিয়ে ক্যাপশন

এখন আমরা আপনাদের জন্য বিভিন্ন ধরনের ফুল নিয়ে ক্যাপশন নিয়ে এসেছে যে ক্যাপশনগুলো আপনাদের কাজে লাগতে পারে। অনেক সময় ফেসবুকে আপনারা চাইলে এই ধরনের ক্যাপশনগুলো বা স্ট্যাটাস আকারে এই ক্যাপশনগুলো উপস্থাপন করতে পারবেন।

পুষ্পরাগ সাজাবে সখি, হবে তোমার কৃষ্ণ
সপ্ত রঙের পদ্ম পানে হৃদয় হবে উষ্ণ।
প্রেমের অঞ্জলি যত লুটাবে চরণে
পুষ্প বৃষ্টি ঝরাবো দেখো তোমার চরণে।
প্রশ্নবানে প্রতীক্ষাতে কাটবে যখন প্রহর
মুখের পানে চেয়ে মনের ভাব হবে না ঠাওর।
পুষ্প সাজে মান ভাঙ্গাবে প্রিয়দর্শিনী
পুষ্পবাণ এর আঘাত এমন করবে বুঝিনি।

 

ফুল নিয়ে বিখ্যাত কবিতা

আমি আগেই বলেছি যুগে যুগে বহু এমন সব কবিতা এসেছে যে কবিতাগুলো ফুল নিয়ে তৈরি করা হয়েছে এবং এই কবিতাগুলো অত্যন্ত স্মরণীয়। আমরা এখন এরকম ধর্মের কিছু কবিতা আপনাদের সামনে তুলে ধরবে যে কবিতাগুলো ফুল নিয়ে তৈরি করা হয়েছে।

ফুল তুমি কেন এত মায়াবী, দুচোখ আমার বেঁধেছে মায়াই,
ফুল এ হৃদয় পুড়েছ তুমি, তোমার রুপের আগুনে।
ফুল তুমি ফুটে আছো আমার মনের আঙিনায়
ফুল তুমি কেন এত সুন্দর আমার পাগল মন ছুয়ে দেখতে চাই।

ফুল নেয়া ভাল নয় মেয়ে
ফুল নিলেফুল দিতে হয়
ফুলের মতন প্রাণ দিতে হয়।
যারা ফুল নিয়ে যায়
যারা ফুল দিয়ে যায়
তারা ভুল দিয়ে যায়
তারা কুল নিয়ে যায়।
তুমি ফুল, বাতাসে ভাসিয়া পরও বাতাসের ঘরে দলগুলি নর নর।

 

 

ফুল নিয়ে প্রেমের কবিতা, উক্তি ও বাণী

ফুল মানে পবিত্রতা প্রতীক শুভ্রতা
ফুল মানে কোমলতা সুভাষ আছে যার
ফুলের পানের জাগে অন্তরে লিপ্সা
তবুও তার মাঝেই বিরাজমান সকল শুদ্ধতা।

ভ্রমর আসে মধুপানে সুগন্ধ তার বেশ
হরেক রঙের রঙিন তাকে দেখতে লাগে বেশ
সৌন্দর্য তার প্রতীক সেতো যেন তেজস্বী
তার পানে হায় মানবে সকল ঊর্বশী।

গোলাপ ফুল নিয়ে সেরা 10 টি বাংলা কবিতা

হিজল ফুলের মাদকতাময় তুমি
কাঠগোলাপের স্নিগ্ধ মাখা প্রেমি
রাতের বেলায় হাসনাহেনা সুভাষ
জুই বেলির সৌরভ মাখা আবাস

বাদলা দিনে কদম মেনে চলব দশ কদম
অভিমানে নিজের সাথে পলাশ-বনে রোদন
ডুবসাঁতারে আনব তুলে শাপলা-শালুক যত
নাম-না-জানা পাহাড় ফুলে তোমায় দেখা ব্রত

কাঠগোলাপের সাদার মায়ায় আমরা যাব ভেসে
স্বপ্নেরা সব উড়াল দেবে নীলকমলের দেশে
কৃষ্ণচূড়ার থরে থরে সাজানো স্মৃতির ফালি
শেষ বিদায়ের সন্ধ্যাতারার সাজিব পূস্প ডালি।

ফুলের সন্ধ্যা রমণীদের বড়ই কামনীয়
ফুলের গুন এই তারা বুঝি এমন নমনীয়
তাইতো প্রেমের আবেদনেও ফুলের চল চলে
ফুল যেন বিনা ভাষায় হাজার কথা বলে।

পুষ্পবৃষ্টি দেখতে সবার বড্ড ভালো লাগে
ফুল পানে দৃষ্টি মধ্যে পূর্ণতা যে জাগে
ফুলের সাথে তুলবে ছবি সবাই বড় ব্যস্ত
সাস্টা এদিক ওদিক হলে সবাই বড় ত্রস্থ।

ফুল সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থাকে বা ফুল সম্পর্কে আরও অনেক কবিতা সংগ্রহ করার থাকে তাহলে অবশ্যই আমাদের লিংক ব্যবহার করে সেখানে ঢুকে পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখতে পারেন সেখানে প্রচুর পরিমাণে সংগ্রহ রয়েছে।

Updated: November 1, 2023 — 7:46 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *