প্রপোজ করার কিছু কথা – প্রপোজ করার মতন রোমান্টিক কথা

 

প্রপোজ করা এত সহজ একটি বিষয় নয়। আপনি যাকে পছন্দ করেন বা যাকে ভালবাসেন তাকে অবশ্যই আপনাকে সঠিক উপায়ে প্রপোজ করতে হবে। আপনি যদি প্রপোজ করতে ভুল করেন তাহলে অনেক সময় আপনার ভালোবাসার মানুষটি আপনার হাত থেকে অন্য হাতে চলে যেতে পারে।

আবার এমন অনেকেই করেছেন যাকে অনেকেই পছন্দ না করার পরেও প্রপোজের স্টাইল দেখে বা প্রপোজের কথাগুলো শুনেই সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে এবং আপনার প্রপোজে সম্মতি দিবে। তাই প্রপোজ করার স্টাইল অথবা প্রপোজ করার সময় যে এই কথাগুলো আপনি বলছেন সেই কথাগুলোর বেশ গুরুত্ব রয়েছে। আজকে আপনাদের জন্য আমরা কিছু তথ্য নিয়ে এসেছি যে তথ্য গুলোর মাধ্যমে আপনারা প্রপোজ করার বিভিন্ন স্টাইল প্রপোজ করার বিভিন্ন উক্তি বা প্রপোজ করার বিভিন্ন এসএমএস স্ট্যাটাস আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন।

মেয়েদের প্রপোজ করার এস এম এস

এসএমএসের মাধ্যমে অনেকেই প্রপোজ করে থাকেন। সাধারণত যারা সরাসরি কথা বলতে একটু বেশি ভয় পান বা নিজের প্রিয়জনের সামনে দাঁড়িয়ে সরাসরি প্রপোস করতে ভয় পান তারা চাইলে এসএমএস এর মাধ্যমে নিজের প্রিয়জনকে প্রপোজ করতে পারেন। আগের দিনে চিঠির মাধ্যমে যেটি হতো বর্তমানে এসএমএসের মাধ্যমে শেষ করা সম্ভব। এসএমএস আপনি চাইলে মোবাইলে সরাসরি পাঠাতে পারেন অথবা যেকোনো সোসিয়াল সাইটের মাধ্যমে নিজের প্রিয়জনকে এসএমএস পাঠাতে পারেন। তবে আপনি যে এসএমএস পাঠান না কেন অবশ্যই সেই এসএমএস এর মধ্যে শক্তি থাকতে হবে যে শক্তি দ্বারা সেই মেয়েটি আপনার প্রতি নরম হবে।

শীতের চাদর জড়িয়ে
কুয়াশার মাঝে দাড়িয়ে
হাত দুটি দাও বাড়িয়ে
শিশিরের শীতল স্পর্শে, যদি শিহরিত হয় মন
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।

 

প্রপোজ করার স্ট্যাটাস

ফেসবুক বর্তমানে বেশ জনপ্রিয় একটি মাধ্যম নিজের আপন জনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। যাদের সঙ্গে আপনার বহুদিন যাবৎ যোগাযোগ হয়না বা যাদের আপনি হারিয়ে ফেলেছেন তাদের এই ফেসবুকের মাধ্যমে ফিরে পেতে পারেন এবং যোগাযোগ রাখতে পারেন।

আপনাদের ভালোবাসার মানুষটিকেও আপনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রপোজ করতে পারেন। অবশ্য এক্ষেত্রে আপনাকে ভালো কিছু লিখতে হবে যার মাধ্যমে সে বুঝতে পারে আপনি তাকে মেনশন করে এই স্ট্যাটাস দিয়েছেন এবং এই স্ট্যাটাসের শক্তিতে সে আপনার প্রতি সদয় হবে। অবশ্যই আপনাকে স্ট্যাটাস লেখার সময় তাকে মেনশন করতে হবে বা তাকে ট্যাগ করতে হবে।

সুখে থাকো সুখে থাকো
খবর তো আর রাখোনা
এখন তো আমায় তুমি ভালো আর বাসো না
যত ভালোবাসা ছিল দিয়ে ছিলাম তোমাকে
তবুও তুমি কিছুতেই বুঝলে না আমাকে।

প্রপোজ করার কিছু সহজ টিপস

আপনাকে অবশ্যই প্রপোজ করার সময় কিছু টিপস মানতে হবে। আপনি যদি এই টিপসগুলো মানতে পারেন তাহলে সহজে প্রপোজ করতে পারেন এবং আপনার প্রিয়জনকে রাজি করাতে পারেন। অবশ্য এক্ষেত্রে আপনাকে সবকিছু সর্তকতা অবলম্বন করে প্রপোজ করতে হবে।

প্রথমত আপনি তাকে প্রপোজ করবেন তার ভালো একটি সময় তাকে প্রপোজ করবেন। অর্থাৎ সে সব সময় যখন ভালো থাকবে বা তার সময় ভালো যাচ্ছে এমন একটি সময় বেছে নিয়ে তাকে প্রপোজ করবেন এতে করে তার মন ভালো থাকবে।

এরপরে আপনি নিজেকে একটু গুছিয়ে তার সামনে প্রপোজ করার জন্য উপস্থিত হবেন।

সরাসরি প্রপোজ করার সবথেকে ভালো একটি মাধ্যম তাই চেষ্টা করবেন সরাসরি নিজের প্রিয়জনকে প্রপোজ করতে।

যাকে প্রপোজ করছেন তার ভাল মন্দ বা পছন্দ-অপছন্দ সম্পর্কে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। প্রকাশ করার সময় অবশ্যই তাকে তার পছন্দের জিনিস দাঁড়া প্রপোজ করতে হবে।

চেষ্টা করবেন তাকে বিভিন্ন ধরনের ছন্দ বা হাসিঠাট্টার মাধ্যমে প্রপোজ করতে বা তাকে হাসান এর মাধ্যমে প্রপোজ করতে এতে করে তার মন অতি সহজেই গলে যেতে পারে।

Updated: November 1, 2023 — 7:46 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *