প্রিয় মানুষের সাথে কথা

 

আজকে আমাদের ওয়েবসাইট থেকে সম্মানিত পাঠকদের জন্য নিজের সব থেকে প্রিয় এবং নিজের সব থেকে আপন মানুষের জন্য কিছু জরুরী কথা কিছু প্রয়োজনীয় কথা এবং নিজের কথা নিয়ে সাজানো গোছানো উক্তি সংগ্রহ করা হয়েছে। আপনাদের মধ্যে যারা নিজের প্রিয়জনকে এ ধরনের উক্তি গুলো করতে চান এবং তাদের বিভিন্ন মনের অবস্থা বুঝে বিভিন্ন ধরণের উক্তির মাধ্যমে ভালো রাখতে চান তারা আজকের আর্টিকেল পড়তে পারেন।

আপনার একজন প্রিয় মানুষ এবং আপনি হে প্রিয় মানুষটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করেন। হয়তো আপনি প্রতিনিয়ত তাকে ভালো রাখার উদ্দেশ্যে অনেক কিছু করে থাকেন। মুখের কথা একটি মানুষের জীবনে বহু মূল্যবান। ভালো কথা সারাজীবন মনে থেকে যায় এবং একটি ভালো কথা বা একটি উক্তি কোটি টাকার সমতুল্য সহজ ভাষায় বলতে গেলে যা মূল্যহীন। ভালোবাসার মানুষকে অথবা প্রিয়জনকে উপহার দেওয়ার মতন বিশেষ উক্তি গুলোর একটি বিশাল সমাহার রয়েছে আমাদের কাছে।

ভালোবাসার সুন্দর কিছু কথা

ভালোবাসার মানুষকে সবসময় ভালো দেখতে এবং ভালো রাখতে আমরা কতই না চেষ্টা করি এবং তার জন্য জীবনের সবকিছুই করতে পারি। এ ভালোবাসার মানুষকে বিভিন্ন ধরণের উক্তির মাধ্যমে হাসি খুশি রাখা যায়। চলুন আপনাদের জন্য ভালোবাসার মানুষের উদ্দেশ্যে কিছু উক্তি উপস্থাপন করা যায়।

ভালোবাসো তাকে যেভাবে তোমাকে,
বন্ধু করো তাকে যে চেনে তোমাকে,
আপন করো তাকে যেভাবে তোমাকে,
মনে রাখো তাকে যে কখনও ভুলে না তোমাকে,
জীবন সাথী করো তাকে যে থাকবে তোমার পাশে তোমার হয়ে সারা জীবন।

তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে যেতে রাজি আছি,
ভুলতে হয়তো কোনদিন পারবো না,
তবে হ্যাঁ জেনে রেখো আমি অভিনয়টা খুব ভালোই করতে পারি।

যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার??
আমি বলব চোখের পাতা নড়ে যতবার,
যদি বলি কতটা ভালবাসি তোমাকে,
আমি বলব আকাশের তারা আছে যতটা তার থেকেও বেশি ভালোবাসি তোমাকে।

প্রিয় মানুষকে নিয়ে সুন্দর সুন্দর কিছু কথা

বহু কালজয়ী উক্তি রয়েছে যে উক্তিগুলো শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য বড় বড় সব লেখক এবং বড় বড় কবি লিখে গেছেন। এই মুহূর্তে আমরা আপনাদের জন্য এই বিশেষ উক্তি গুলো নিয়ে এসেছি এই উক্তিগুলোর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুর-পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।

রেদোয়ান মাসুদ – তোমাকে ছাড়া থাকার কোনো সাধ্য আমার নেই, কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে ধরে রাখার কোনো উপায় আছে, আমার কাছে জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়।

কাজী নজরুল ইসলাম -তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,
সে জানে তোমারে ভোলা কতটা কঠিন।

অ্যারিক ফ্রোম – অপরিণত ভালবাসা বলে, আমি তোমাকে ভালোবাসি কারন আমার তোমাকে প্রয়োজন। আর পড়ি না তো ভালোবাসা বলে তোমাকে আমার প্রয়োজন কারণ আমি তোমায় ভালোবাসি।

প্রিয় মানুষকে নিয়ে কবিতা

প্রিয়জনকে খুশি করার জন্য একটি কবিতায় যথেষ্ট। এরকম কবিতা গুলো আপনারা যারা করছেন তারা আমাদের এখান থেকে এই ধরনের কবিতা সংগ্রহ করতে পারবেন। চলুন এই ধরনের কিছু কবিতা শুনি।

তোমাকে সারাক্ষণ যত হাজার বার
ভালবাসি বলে ততবার
চোখের পলক ফেলি না
তোমাকে সারাক্ষণ যত অজস্রবার
হাত ধরতে বলি ততবার
বুকের কম্পন ও গুণী না

 

তোমাকে সারাদিন যত
সহস্রবার দেখতে চাই
কতবার নিঃশ্বাস ফেলিনা
তোমাকে সারাদিন যত অসংখ্যবার
পাশে পেতে চায় ততবার
বাঁচতেও চাই না।

ভালোবাসার রঙিন চাদর
জড়িয়ে সারা গায়,
এমনটি হয়েছে উতাল
তোমার অপেক্ষায়।

তোমাকে খুঁজতে খুঁজতে
পার করেছি বহুপথ
ঝরাপাতা মারিয়েছি অনেক
শুধু নিঃশ্বাসেরা জানে তুমি
কতটা কাছে পথ জানেনা
ঝরা পাতাও না।

Updated: November 1, 2023 — 7:46 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *