আইন ও সালিশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আইন ও সালিশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়েছে। এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন লোক নিয়োগ দেয়া হচ্ছে। পদের নাম নির্ধারণ করা হয়েছে প্রজেক্ট অফিসার। আইন ও সালিশ কেন্দ্র একটি বেসরকারী সংস্থা। আইন ও সালিশ কেন্দ্র সাধারণ জনবল নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই সংস্থাটি ঢাকায় একটি প্রজেক্টের প্রজেক্ট অফিসের পদে লোকবল নিয়োগ দিচ্ছে। যে সকল প্রার্থীগণ আগ্রহী অর্থাৎ যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ইমেইলের মাধ্যমে আবেদন প্রদান করতে হবে। প্রজেক্ট এর নাম প্রজেক্ট অফিসার। সর্বমোট একজন লোক দেয়া হবে। আইন ও সালিশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর ২০২২ ইং তারিখ এবং আবেদন শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২২ ইং তারিখে। উক্ত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। যদি কোন ব্যক্তি উক্ত সময়ের আগে বা উক্ত সময়ের পরে আবেদন সম্পন্ন করেন তবে তার আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহী প্রার্থীকে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের যোগ্যতা: বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রে নিয়োগ প্রদান করতে হলে বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। যেমন: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান অথবা জেন্ডার স্টাডিস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, লিগাল স্টাডিস, হিউম্যান রাইটস এধরনের বিষয়ে স্নাতক সম্মান অর্জন করতে হবে। যদি কোন ব্যক্তিজ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তাতেও আবেদন করা সম্ভব। কোন সংস্থা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এ থেকে এটাই বোঝানো হয় যে আইন ও সালিশ কেন্দ্রের আবেদন করতে হলে একজন ব্যক্তির কোন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। উক্ত কার্যক্রমটি পর্যালোচনা করতে হলে অবশ্যই প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। যোগাযোগ দক্ষ হতে হবে। এস এম অফিস অ্যাপ্লিকেশন কাজ জানা অতি জরুরী। ইংরেজি ভাষায় সাবলীল ভাবে কথা বলতে জানতে হবে। উল্লেখিত বিষয়বলী আইন ও সালিশ কেন্দ্র জনবল নিয়োগ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

আইন ও সালিশ কেন্দ্র চাকরির সার্কুলার ২০২৩

আইন ও সালিশ কেন্দ্র চাকরির জন্য একজন ব্যক্তিকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী হতে হবে ৩৫ বছরের ঊর্ধ্বে কোন ব্যক্তি আবেদন করতে পারবেন না। নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে যে, এবারে নিয়োগ প্রাপ্ত ব্যক্তি ঢাকা শহরের মধ্যেই কর্মস্থ হবেন। অর্থাৎ যে ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হচ্ছে সেই ব্যক্তি ঢাকা শহরের মধ্যেই থাকবেন অর্থাৎ তার কর্মস্থল হবে ঢাকা শহর। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আইন ও সালিশ কেন্দ্রে এবারে যে ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হয়েছে তার বেতন ৫০ হাজারের উর্ধ্বে। বেতন ও সকল সুযোগ-সুবিধা মিলিয়ে উক্ত ব্যক্তির বেতন দাঁড়াবে ৫৪ হাজার ১৩৬ টাকা। এ থেকে বোঝা যায় যে উক্ত চাকরিটি উচ্চপদস্থ। সুতরাং যদি কোন যোগ্য ব্যক্তি থাকেন তবে অবশ্যই তাকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন সম্পন্ন করা উচিত। আবেদন সম্পন্ন করলে একটি ভালো সুযোগ থাকবে চাকরি হবার এবং এটি একটি স্বনামধন্য চাকরি।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে অবশ্যই কভার লেটার দুটি রেফারেন্স সহ সিভি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সংযোজন করতে হবে। আমরা জানিয়েছি যে এবারের আবেদনটি সম্পূর্ণরূপে ইমেইলের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এজন্য আপনাকে প্রয়োজনীয় সকল কাগজপত্র সাথে নিয়ে ইমেইলের মাধ্যমে সকল কাগজপত্র পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার আশেপাশে কোন কম্পিউটার অপারেটরের কাছে গিয়ে আপনার সকল কাগজপত্র উনার কাছে দিয়ে স্ক্যান করে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে ইমেইলের ঠিকানা recruitment@askbd.org এই ওয়েবসাইটে ই-মেইল প্রদান করতে হবে উক্ত ই-মেইলে অবশ্যই সাবজেক্ট এ পদের নাম উল্লেখ করতে হবে। তদুপরি আপনার যদি কোন তথ্য জানতে চান এই ইমেইল নম্বরে গেলে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদন শুরু ২১ ডিসেম্বর ২০২২

আবেদন শেষ ৩১ ডিসেম্বর ২০২২

 

Scroll to Top